Advertisement
Advertisement
West Bengal Assembly Elections

জনপ্রিয় বিজ্ঞাপনী ক্যাচলাইনকে স্লোগান হিসাবে ব্যবহার! বামেদের ভোটপ্রচারে আরও অভিনবত্ব

'ইসকো লাগা ডালা, তো লাইফ জিঙ্গালালা', থেকে 'দাগ আচ্ছে হ্যায়', দেখুন বামেদের নতুন পোস্টারগুলি।

'টুম্পা সোনা'র প্যারোডি থেকে শুরু করে বাহারি বিজ্ঞাপনী টোটকা, একুশের প্রচার নজর কেড়েছে বামেরা।

ইসকো লাগা ডালা, তো লাইফ জিঙ্গালালা! এবার জনপ্রিয় বিজ্ঞাপনী ক্যাচলাইনকে প্রচারে ব্যবহার করছে বাম শিবির।

দুর্নীতির দাগ ভাল নয়, তাই দিনবদল চায়। সংযুক্ত মোর্চার সমর্থনে বিজ্ঞাপন বামেদের।

বিজেপি, তৃণমূল দুই দলই স্বজনপোষণ এবং দুর্নীতির দোষে দুষ্ট। এই অভিযোগ প্রমাণের জন্য ব্যবহার করা হল চিপসের বিজ্ঞাপনী ক্যাচলাইন।

ধর্ম-বর্ণ-জাতপাত নয়, নিজের আসল প্রয়োজন বুঝতে 'দিমাগ কি বাত্তি' জ্বালানোর পরামর্শ দিচ্ছে বামেরা।

সব হাতে কাজ, আর চাকরির খাম পেতে হলে এবারে বামেদেরই চায়। এই 'সোজা কথা' বোঝাতে ব্যবহার করা হয়েছে কোল্ড ড্রিঙ্কের ক্যাচলাইন।

তারকার চমক নয়, রক্ত ঘাম দিয়ে পরিশ্রম করা প্রার্থীরাই আসল হিরো। বলছে বামেদের এই বিজ্ঞাপনী ক্যাচলাইন

বাম-কংগ্রেস-আইএসএফের জোট যেন দেওয়াল। সহজে ভাঙার নয়, বোঝাতেই আনা হল অভিনব ক্যাচলাইন।