BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

রামনবমীর পুজো করলে মেলে অভাবনীয় ফল! জানুন এই পুজোর মাহাত্ম্য

Published by: Biswadip Dey |    Posted: March 23, 2023 5:14 pm|    Updated: March 23, 2023 5:14 pm

Ram Navami 2023: History and significance of the day। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। আগামী বৃহস্পতিবার ৩০ মার্চ দেশজুড়ে পালিত হবে রামনবমী (Ram Navami)। ভগবান রামের জন্মদিন হিসেবে ওই দিনটি পালিত হয়। হিন্দুদের চান্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের এই দিনটিকেই অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র রামের জন্মগ্রহণের দিন হিসেবে ধরা হয়।

কী মাহাত্ম্য এই দিনটির?
বিষ্ণুর সপ্তম অবতার রাম। বলা হয় ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে জন্মই নিয়েছিলেন বিভিন্ন কারণে। রাম (Ram) হিসেবে জন্মগ্রহণের মূল কারণ ছিল লঙ্কাধিপতি কর্বুররাজ রাবণকে শাস্তি দেওয়া। তবে এরই পাশাপাশি সুশাসক ও প্রজারহিতৈষী এক রাজা হিসেবেও কিংবদন্তি হয়ে রয়েছেন রাম। ‘রামরাজ্য’ শব্দটি কার্যতই একটি মিথ হয়ে রয়েছে যুগ যুগ ধরে। এই দিনে ভগবান রামের জন্মদিন হিসেবে পালন করেন হিন্দুরা। দিনটি হিন্দু শাস্ত্রে একটি উল্লেখযোগ্য দিন। এদিন ভক্তরা উপবাস করেন ও গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন। সেই সঙ্গে মন্দিরে গিয়ে প্রার্থনাও করেন।

[আরও পড়ুন: ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ, দেশের করোনা পরিসংখ্যানে ফের উদ্বেগ]

কী কী ফল মেলে এদিন পুজো করলে?
নিষ্ঠাভরে এই দিন ভগবান রামের উপাসনা করলে বহু মনোষ্কামনা পূর্ণ হয় বলেই মনে করা হয়। উদ্ধার মেলে সংকট থেকে। এমনটাই বিশ্বাস। মেলে শান্তি, সমৃদ্ধি ও সাফল্য।

[আরও পড়ুন: সব মোদিই চোর! বিতর্কিত মন্তব্যে বিপাকে রাহুল, ২ বছরের জেলের সাজা শোনাল আদালত]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে