Advertisement
Advertisement

Breaking News

মুসলিম হলেও হজ যাত্রার অনুমতি পান না এঁরা

কেন জানেন?

These Muslims are not allowed to perform Haj

ফাইল ফটো

Published by: Tanujit Das
  • Posted:August 25, 2018 5:33 pm
  • Updated:August 25, 2018 5:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৯ আগস্ট থেকে শুরু হয় পাঁচদিন ব্যাপী হজ যাত্রা৷ সৌদি আরব সরকারের প্রাথমিক হিসাব বলছে, চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ লক্ষ মুসলিম হজ যাত্রায় গিয়েছেন৷ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হল এই হজ যাত্রা৷ ইসলাম ধর্মাবলম্বীদের জীবনে অন্তত একবার হজ যাত্রা করা আবশ্যক বলে মনে করা হয়৷ কিন্তু জানেন কি, সমস্ত মুসলিমদের হজ যাত্রায় যাওয়ার অনুমতি দেওয়া হয় না?

[এসব পৌরাণিক কাহিনি মেনেই আজও পালিত হয় রাখিবন্ধন উৎসব]

Advertisement

মূলত মুসলমান ধর্মের প্রধান দুই সম্প্রদায় সুন্নি ও শিয়া৷ কিন্তু হিন্দুদের মতোই মুসলমানদের মধ্যেও বিভিন্ন গোষ্ঠী রয়েছে৷ যেটা অনেকেরই জানা নয়৷ শিয়া-সুন্নি ছাড়াও, মুসলমানদের আরও একটি সম্প্রদায় হল আহমাদিয়া৷ এঁরা বিশ্বাস রাখেন হানাফি প্রথার প্রতি৷

Advertisement

ইতিহাস বলছে, ১৮৮৯-তে পাঞ্জাবের কাদিয়ান অঞ্চলে এই আহমাদিয়া সম্প্রদায়ের উৎপত্তি৷ এর গোড়াপত্তন করেন মিরজা গুলাম আহমেদ৷ তাঁর অনুগামীরা মনে করেন তিনি ইসলামের এক অবতার৷ জানা গিয়েছে, নিজের অনুগামীদের জন্য নতুন করে কোনও নিয়ম প্রবর্তন করেননি মিরজা গুলাম আহমেদ৷ যদিও, ইসলামের অন্যান্যরা এই আহমাদিয়া সম্প্রদায়কে তেমন একটা মান্যতা দেয় না৷ এমনকি মিরজা গুলাম আহমেদক নবি হিসাবেও তাঁরা মানতে নারাজ৷ ফলে হজ যাত্রায় এই আহমাদিয়া সম্প্রদায়ভুক্তদের অনুমতি দেওয়া হয় না বলে জানা গিয়েছে৷ 

[স্বামী বিবেকানন্দের বাণী যা আজও অনুপ্রাণিত করে মানুষকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ