Advertisement
Advertisement
China

‘আমাদের নয়’, চাঁদের মাটিতে চিনা রকেট আছড়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিল বেজিং

মার্চের গোড়াতেই চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়তে চলেছে মহাকাশ বর্জ্য।

China rules out their rocket to land harshly on the Moon | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 22, 2022 12:18 pm
  • Updated:February 22, 2022 12:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। আগামী ৪ মার্চ চাঁদের প্রত্যন্ত এলাকায় আছড়ে পড়বে একটি রকেট। এমন আশঙ্কা আগে থেকেই প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা। তাঁরা ইতিমধ্যেই জানিয়েছেন, ওই রকেট চিনের (China)। ২০১৪ সালে ‘লঞ্চ’ হওয়া চিনের ‘চাঙ্গে ৫-টিওয়ান’এর বুস্টার। কিন্তু বিজ্ঞানীদের এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে বেজিং। তাদের সাফ কথা, যে রকেট চন্দ্রপৃষ্ঠে (Moon)আছড়ে পড়তে চলেছে, সেটা তাদের নয়।

চিনের মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রাভিযান কর্মসূচির অংশ হিসাবে মহাকাশে যাত্রা করেছিল ‘চাঙ্গে ৫-টিওয়ান’। আরও স্পষ্ট করে বললে, বেজিংয়ের ‘লুনার এক্সপ্লোরেশন প্রোগ্র‌াম’এর অংশ নয়। চিনের বিদেশ মন্ত্রকের তরফে সোমবার বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। প্রথমে বিশেষজ্ঞদের ধারণা ছিল, চাঁদে আছড়ে পড়ে যে রকেট ধ্বংস হতে চলেছে, তা আদপে স্পেস এক্সের (SpaceX) রকেটেরই একটি অংশ। মহাকাশ বিজ্ঞানের ভাষায় – ‘স্পেসজাংক’ বা মহাকাশের বর্জ্য। সাত বছর আগে রকেটটি পাড়ি দিয়েছিল মহাকাশে। অভিযান শেষে সেই মহাকাশেই তাকে বিসর্জন দেওয়া হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন সংঘাতের আঁচ শেয়ার বাজারে, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স]

জানা গিয়েছে, ২০১৪ সালে চিনের ওই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চিনের চন্দ্রাভিযানের অংশ ছিল ওই মহাকাশযান। সেটিরই বুস্টার ছিল ০৬৫বি নামের ওই রকেট (Rocket)। এবার সেটিই আছড়ে পড়বে চন্দ্রপৃষ্ঠে। গত মাসে নাসা জানিয়েছিল, তারা ওই রকেটটির দিকে নজর রেখেছে। সেটি চাঁদে আছড়ে পড়লে যে গহ্বরটি তৈরি হবে, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তির ভাগ নিয়ে বচসার জের, ঘুমন্ত ভাইকে গলা কেটে খুন করল দাদা!]

এভাবে কোনও রকেটের চাঁদের মাটিতে আছড়ে পড়ার ঘটনা বেশ বিরল। তবে এর আগেও এমন ঘটেছে। তবে সেক্ষেত্রে পৃথিবীর আবহাওয়ামণ্ডলে অনেক সময় কোনও রকেট ঢুকে পড়ার সম্ভাবনা থাকলে সেটিকে চাঁদের মাটির সঙ্গে সংঘর্ষ ঘটানো হয়। তবে সেটি যেহেতু নিয়ন্ত্রিত সংঘর্ষ, তাই তেমন আশঙ্কা তৈরি হয়নি কখনওই। তাই এবারের সংঘর্ষের দিকে বিশেষ নজর বিজ্ঞানীদের। তবে বেজিংয়ের দাবি, তাদের রকেটের এভাবে চাঁদের মাটিতে আছড়ে পড়ার কোনও আশঙ্কাই নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ