Advertisement
Advertisement

Breaking News

দিনের পর দিন বিদ্যুৎ চুরি, অভিযুক্তকে নজিরবিহীন শাস্তি আদালতের

কী শাস্তি পেলেন অভিযুক্ত?

Delhi Man To Plant 50 Trees As Punishment By Court For Power Theft
Published by: Tanujit Das
  • Posted:August 11, 2019 5:30 pm
  • Updated:August 11, 2019 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন বিদ্যুৎ চুরির অপরাধে, এক ব্যক্তিকে নজিরবিহীন শাস্তি দিল দিল্লি হাই কোর্ট৷ এক মাসের মধ্যে ওই অপরাধীকে ৫০টি গাছ লাগানোর নির্দেশ দিলেন বিচারপতি৷ জানালেন, নয়াদিল্লির বন্দেমাতরম মার্গে অবস্থিত বুদ্ধ জয়ন্তী পার্কের রিজার্ভ ফরেস্টে এই ৫০টি গাছ লাগাতে হবে ওই অভিযুক্তকে৷ গোটা বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে বন বিভাগের ডেপুটি কমিশনারকে৷

[ আরও পড়ুন: ভরসা উপগ্রহের মাধ্যাকর্ষণ, ইসরোর চন্দ্রযানকে নিজেই কাছে টেনে নিয়ে যাচ্ছে চাঁদ ]

Advertisement

রায় ঘোষণার সময় দিল্লি হাই কোর্টের বিচারপতি সঞ্জীব সচদেব বলেন, ‘‘খুব চারা গাছ পুঁতলে হবে না৷ গাছগুলিকে অবশ্যই সাড়ে তিন বছরের হতে হবে৷ উচ্চতা কমপক্ষে ছ’ফুটের হতে হবে৷ তবে মাটি ও আবহাওয়ার প্রকৃতি অনুযায়ী গাছ নির্বাচন করবে বনবিভাগ৷’’ এখানেই শেষ নয় বনবিভাগের ডেপুটি কমিশনারকে পুরো কার্য পরিচালনার ভারও দিয়েছেন বিচারপতি৷ বলা হয়েছে, গাছ লাগানো থেকে শুরু করে তারপরের অবস্থা, সমস্ত ছবি ও ভিডিও সংগ্রহে রাখতে হবে৷ এবং নির্দিষ্ট সময়ে তা পেশ করতে হবে আদালতের কাছে৷

Advertisement

[ আরও পড়ুন: রক্তাভ প্রবাল প্রাচীরের কঙ্কালসার চেহারা, উষ্ণায়নের প্রভাবে ধ্বংসের মুখে সামুদ্রিক জীবন ]

জানা গিয়েছে, দোকানের সামনে থাকা লাইট পোস্ট থেকে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে৷ তার নামে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করে বিদ্যুৎ দপ্তর৷ আদালত সূত্রে খবর, দীর্ঘদিন বাদী-বিবাদী পক্ষের মধ্যে লড়াই চলে৷ দোষ মানতে অস্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি৷ বলেন, দোকানটি একজনকে ভাড়ায় দিয়েছিলেন তিনি৷ এবং সেই ব্যক্তিই সামনের লাইট পোস্ট থেকে বিদ্যুৎ চুরি করতেন৷ এই বিষয়ে কিছুই জানতেন না৷ অবশেষে বিচারপতি জানান, এই মামলার সুষ্ঠু নিষ্পত্তি প্রয়োজন৷ এবং সেই কারণেই ওই ভাড়াটে দোকানদারকে গ্রেপ্তারির ও আর্থিক জরিমানার নির্দেশ দেন তিনি৷ পাশাপাশি, দোকানের আসল মালিককে সেজন্যই অভিযুক্তকে ৫০টি গাছ লাগানোর এবং বিদ্যুৎ দপ্তরকে ১৮,২৬৭ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ