Advertisement
Advertisement

Breaking News

ISRO Rover Prgyan

শিবশক্তি পয়েন্ট থেকে এগিয়ে চলেছে রোভার প্রজ্ঞান, ISROর নতুন ভিডিওতে রইল ঝলক

বিক্রমের ল্যান্ডিংয়ের স্থানের নাম হয়েছে শিবশক্তি পয়েন্ট।

ISRO shares new video of rover Prgyan moving around Shivashakti | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 26, 2023 6:10 pm
  • Updated:August 26, 2023 6:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের মাটিতে নেমে পুরোদমে কাজ চালাচ্ছে রোভার প্রজ্ঞান (Rover Pragyan)। শনিবার চন্দ্রপৃষ্ঠে প্রজ্ঞানের একটি ভিডিও পোস্ট করে এই কথা জানিয়েছে ইসরো (ISRO)। সূর্যের আলোয় আলোকিত চন্দ্রপৃষ্ঠে প্রজ্ঞানের ছায়া পড়েছে, সেই দৃশ্যও দেখা গিয়েছে ইসরোর পোস্ট করা ভিডিওয়। প্রসঙ্গত, গত বুধবার ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল ভারতের ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। তারপর থেকে চন্দ্রযানের সমস্ত যন্ত্রই ঠিকঠাক কাজ করছে বলে জানা গিয়েছে।

বুধবার চাঁদের মাটিতে ল্যান্ড করেছিল ভারতের বিক্রম। তিনদিন পর ওই ল্যান্ডিং পয়েন্টের নামকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইসরোর ‘টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্স’ থেকে শনিবার মোদি জানান, যে জায়গায় চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম নেমেছিল তার নাম ‘শিবশক্তি’ রাখা হয়েছে। চন্দ্রযান-২-এর ল্যান্ডার যেখানে আছড়ে পড়েছিল সেই জায়গার নাম ‘তিরঙ্গা পয়েন্ট’ রাখা হয়েছে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

Advertisement

[আরও পড়ুন: ‘ঘৃণার কারখানা চালাচ্ছেন মোদি-শাহ’, উত্তরপ্রদেশে মুসলিম পড়ুয়ার নির্যাতন নিয়ে সরব তৃণমূল]

মোদির এই ঘোষণার পরেই প্রজ্ঞানের নতুন ভিডিও প্রকাশ করেছে ইসরো। এক্স প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করে লেখা হয়, আপাতত শিবশক্তি পয়েন্টের আশপাশেই ঘোরাফেরা করছে প্রজ্ঞান। ওই এলাকা থেকেই চাঁদের মাটির নমুনা সংগ্রহ করছে। তবে নতুন তথ্যের খোঁজে আরও বেশ কিছুটা দূরে পাড়ি দিতে পারে ভারতের রোভার। ইসরোর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, চারচাকায় ভর করে দিব্যি এগিয়ে চলছে প্রজ্ঞান।

Advertisement

আপাতত ১৪ দিন চাঁদে কাজ চালাবে রোভার প্রজ্ঞান। মূলত দিনের বেলাই কাজ করবে প্রজ্ঞান, কারণ সূর্যের আলো থেকেই বিদ্যুৎ উৎপাদন করে সেই শক্তি ব্যবহার করে কাজ চলবে। ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে বেশ কিছুটা এলাকা ঘুরে দেখবে প্রজ্ঞান। প্রতি সেকেন্ডে এক সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে এই রোভার। চাঁদের যেটুকু অংশে ‘হাঁটবে’ প্রজ্ঞান সেখানে ভারতের জাতীয় প্রতীক ও ইসরোর লোগোর ছাপ রেখে দেবে।

[আরও পড়ুন: মানবিক মোদি, বক্তৃতা থামিয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ