Advertisement
Advertisement

রিওর ছাড়পত্র পেলেন ১৬ জন রাশিয়ান কুস্তিগির

১৬ জন কুস্তিগির ছাড়পত্র পেলেও একজন সবুজ সংকেত পেলেন না৷

16 Russian wrestlers are cleared for Rio Olympics 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 5:10 pm
  • Updated:July 29, 2016 5:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় কুস্তিগির নরসিং যাদবের রিও যাওয়ার ভাগ্য এখনও বিশ বাঁও জলে৷ তবে রাশিয়ান কুস্তিগিরদের মুখে হাসি ফুটল৷ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ডোপ কেলেঙ্কারিতে জর্জরিত রাশিয়া৷ ওলিম্পিক শুরু হওয়ার দিন সাতেক আগে সুখবরটা পৌঁছে গেল অ্যাথলিটদের কাছে৷ যে রাশিয়ান কুস্তিগিররা একপ্রকার ধরেই নিয়েছিলেন যে রিওর রিংয়ে এবার আর নামা হচ্ছে না, তাঁদের ছাড়পত্র দিল ইন্টারন্যাশনাল গভর্নিং বডি অফ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ)৷ ১৭ জনের মধ্যে ১৬ জন রাশিয়ান কুস্তিগিরই ওলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছে বলে জানিয়ে দিল কুস্তির গভর্নিং বডি৷

১৬ জন কুস্তিগির ছাড়পত্র পেলেও একজন সবুজ সংকেত পেলেন না৷ তিনি ৫৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভিক্টর লেবেদেভ৷ ২০০৬ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ডোপ টেস্টে ফেল করেছিলেন তিনি৷ ২৮ বর্ষীয় কুস্তিগিরের রিওতে অংশ নেওয়ার কথা ছিল৷ কিন্তু তাঁকে ছাড়পত্র দেওয়া হল না৷ তবে তাঁর বদলিও খুঁজে নিয়েছে রাশিয়া৷ ওলিম্পিক শুরুর ঠিক আগে রাশিয়ান কুস্তিগিরদের আরও একবার ডোপ টেস্ট করা উচিত. আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থাকে এমনই সুপারিশ করেছে গভর্নিং বডির স্পেশাল কমিশন৷

Advertisement

উল্লেখ্য, ডোপ কেলেঙ্কারিতে নাম জড়ানোয় রাশিয়ান অ্যাথলিটদের ওলিম্পিক থেকে ছেঁটে ফেলেছিল আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থা (আইওসি)৷ নির্বাসিত অ্যাথলিটদের দাবি ছিল, তাঁরা ডোপ কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়৷ তাই তাঁদের রিওর ছাড়পত্র দেওয়া উচিত৷ নির্বাসিত অ্যাথলিটদের পাশে দাঁড়ায় রাশিয়ান ওলিম্পিক কমিটিও৷ অবশেষে ১৬ জন কুস্তিগির অনুমতি পাওয়ায় রিও থেকে ছেঁটে ফেলা অ্যাথলিটের সংখ্যা অনেকটাই কমল৷ প্রথমে ৩৮৭ জন অ্যাথলিটকেই নির্বাসিত করা হয়েছিল৷ যা এখন ১১২ জনে দাঁড়িয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ