Advertisement
Advertisement

Breaking News

কিক বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন খুদে কাশ্মীরি কন্যা

তাজামুলকে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার সুযোগ করে দিয়েছিল জাতীয় কিক বক্সিং সংস্থাই৷

8 year old Kashmiri girl Tajamul wins gold in kick boxing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 3:15 pm
  • Updated:November 12, 2016 3:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতে পারে কাশ্মীরের আর পাঁচজন বাচ্চার মতোই বন্দুক, গোলার ভয়ংকর আওয়াজেই ঘুম ভাঙে তার৷ কে জানে, সেটাই হয়তো তার মানসিকতা করে দিয়েছে ইস্পাতের মতো কঠিন৷ না হলে মাত্র আট বছরের অতটুকু মেয়ে বিশ্বকে চমকে দিল কীভাবে? সেটাও আবার কিক বক্সিংয়ের মতো প্রতিযোগিতায়৷

খবরে অতিরঞ্জকের কোনও ব্যাপার নেই৷ কাশ্মীরের মেয়ে তাজামুল ইসলামের সাফল্য সত্যি চমকে দেওয়ার মতো৷ যে ওয়ার্ল্ড কিক বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতে রীতিমতো রেকর্ড তৈরি করে ফেলল৷ কাশ্মীরের বন্দিপাড়া জেলার বাসিন্দা তাজামুল৷ শ্রীনগর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে তার বাড়ি৷ পড়ে দ্বিতীয় শ্রেণিতে৷ আর্মি গুডউইল স্কুলের ছাত্রী৷ রেকর্ড কেন? তাজামুলের কোচ ফাসিল আলি তার উত্তর দিলেন৷ বলছিলেন, সাব জুনিয়র বিভাগ থেকে এমন টুর্নামেন্টে গিয়ে এর আগে কেউ কখনও এমন সাফল্য পাননি৷ কাশ্মীরে তো নয়ই৷

Advertisement

taja

Advertisement

প্রসঙ্গত, গত বছর দিল্লিতে সাব জুনিয়র বিভাগের জাতীয় টুর্নামেন্টেও সোনা জিতেছিল এই কাশ্মীরি কন্যা৷ এত ছোট বয়সে, সাফল্যের ঝুড়িতে রয়েছে আরও অনেক পালক৷হঠাৎ করে তাজামুলের ছবি দেখলে, ব্রুস লি’র ছোটবেলার কথা মনে পড়তে পারে অনেকের৷ ইতালিতে হওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে গোটা বিশ্ব থেকে মোট ৯০টি দেশ অংশগ্রহণ করেছিল৷ তাজামুলের কোচের কথায়, “ওখানে গায়ে গায়ে সব ম্যাচগুলি ছিল৷ পাঁচদিনে মোট ছ’টা ম্যাচ খেলতে হয়েছে ওকে৷ সব ক’টাতেই জিতেছে ও৷” কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়েছেন আমেরিকার প্রতিদ্বন্দ্বীকে৷

তাজামুলকে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার সুযোগ করে দিয়েছিল জাতীয় কিক বক্সিং সংস্থাই৷ তার এমন সাফল্যে পর কাশ্মীরে এখন রীতিমতো উৎসবের পরিবেশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ