Advertisement
Advertisement

অভিমানেই কি অবসর নিলেন ধোনি?

বিসিসিআই-এর উচ্চপদস্থ কর্তাদের চাপেই কি হঠাৎ এই সিদ্ধান্ত ক্যাপ্টেন কুলের?

A broken heart behind Dhoni's Decision to shun captaincy!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2017 11:26 am
  • Updated:January 9, 2017 11:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই ঘোষণাটা করেছিলেন৷ নতুন বছরের শুরুতেই সবাইকে অবাক করে টি-২০ ও ওয়ান ডে ক্রিকেটে অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ যাঁর নেতৃত্বে দু-দু’টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল, সেই ধোনির এই আকস্মিক সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ক্রীড়া জগত৷ তবুও ক্যাপ্টেন কুলের সিদ্ধান্ত ভেবে মেনে নিতে বাধ্য হয়েছিল৷ কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য কাহিনি৷

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিজের ইচ্ছেতে নয় বরং অভিমানেই অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি৷ এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের৷ ওই সংবাদমাধ্যমের দাবি, বেশ কয়েকদিন ধরেই নেতৃত্ব নিয়ে চাপ দেওয়া হচ্ছিল ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে৷ এমনকী, কয়েকদিন আগে বিসিসিআইয়ের নির্বাচন কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদকে দেখা যায় ঝাড়খণ্ডে গিয়ে ধোনির সঙ্গে কথা বলতে৷ শোনা গিয়েছে সেখানেই নাকি ধোনিকে প্রশ্ন করা হয়, তাঁর ভবিষ্যত পরিকল্পনা কী? আকার-ইঙ্গিতে নাকি এও বোঝানো হয় ২০১৯ সালের বিশ্বকাপে ধোনির বয়স হবে ৩৯৷ আর বিরাট কোহলি সাফল্যের সঙ্গেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন৷

Advertisement

এত কিছুর পর নাকি ক্যাপ্টেন কুলের আর বোর্ডের ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি৷ তাই অভিমানেই ৪ জানুয়ারি ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন তিনি, এমনটাই অনুমান৷ ২০১৪ সালেই অবসর নিয়েছিলেন টেস্ট দল থেকেও৷ তাই এখন শুধুমাত্র উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবেই সীমিত ওভারের ম্যাচগুলিই খেলবেন সর্বকালের সেরা অধিনায়ক৷ কিন্তু, প্রশ্ন একটা থেকেই গেল৷ এটাই কী তাঁর প্রাপ্য ছিল?

Advertisement

আরও পড়ুন –

(ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি)

(এবার ঠাট্টা করতে গিয়ে নিজেই ভুল করে বসলেন শেহবাগ)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ