Advertisement
Advertisement

Breaking News

ফিফা নয়, এবার ফুটবল আইএস-এর নিয়ম মেনে!

ফিফা-র নিয়ম অনুযায়ী ম্যাচ পরিচালনা করায় সিরিয়ায় রেফারিদের নির্বাসিত করা হয়েছে৷

According to Islamic State Football is unislamic and bans Referees in Syria
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 5:17 pm
  • Updated:September 2, 2016 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠে এবার থেকে ফিফা নয়, খেলা হবে আইএস-এর নিয়ম মেনে৷

চমকে উঠলেন তো? খবরটি কিন্তু খাঁটি সত্যি৷ সিরিয়াতে এবার থেকে আর ফিফা-র নিয়ম অনুযায়ী নয়, খেলতে হবে ইসলামিক স্টেটের নয়া আইন মেনে৷ ফিফা-র নিয়ম অনুযায়ী ম্যাচ পরিচালনা করায় সিরিয়ায় রেফারিদের নির্বাসিত করা হয়েছে৷ কোনও ফুটবলার ফাউল করলে যিনি লাল কার্ড দেখান, সেই রেফারিকেই লাল কার্ড দেখাল আইএস জঙ্গিরা৷ আইএস-এর তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ফিফা-র নিয়মগুলি ইসলামবিরোধী৷ আর তাই সিরিয়ান রেফারি রেফারিং করতে চাইলে, তাঁকে আইএস-এর নিয়ম মেনেই চলতে হবে৷

Advertisement

সিরিয়ায় জাতীয় লিগ শুরুর আগেই নয়া নিয়ম চালু করে দিল আইএস৷ জঙ্গি সংগঠনের দখলে থাকা আদালতেই সিরিয়ার এই আইন পাস হয়েছে৷ ইংল্যান্ডে সিরিয়ান মানবাধিক পর্যবেক্ষক বলেন, ফিফা-র নিয়মকে সিরিয়ায় অবৈধ ঘোষণা করেছে ইসলামিক স্টেট৷ সিরিয়ার আইনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে, একদলের ফুটবলার মাঠে চোট পেলে বিপক্ষ দলকে কীভাবে তার ক্ষতিপূরণ করতে হবে৷ জঙ্গি সংগঠনের নির্দেশ, এদেশে ফিফা-র নাম উচ্চারণ করা যাবে না৷

Advertisement

ধূমপান, টিভি-র অনুষ্ঠান, পোশাক-আশাকের পর এবার ফুটবলের নিয়মেও থাবা বসাল আইএস৷ স্বাভাবিকভাবেই নয়া আইনে  সিরিয়ার ফুটবল বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে ক্রীড়ামহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ