Advertisement
Advertisement

ঘরের মাঠে কলম্বোর বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন নর্ডি

মঙ্গলবার সন্ধে ৭টা থেকে ম্যাচের লাইভ দেখতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন এবং সংবাদ প্রতিদিন ফেসবুক পেজে।

AFC Cup 2017: Mohunbagan vs Colombo FC preview
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2017 9:11 am
  • Updated:February 7, 2017 9:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার আই লিগ ডার্বি। সবুজ-মেরুন শিবিরের আনাচে-কানাচে ইতিমধ্যেই বড় ম্যাচের উত্তাপ আঁচ করা যাচ্ছে। তবে মঙ্গলবার ডার্বির চিন্তা কয়েক মুহূর্তের জন্য মাথা থেকে সরিয়ে রাখছেন সঞ্জয় সেনের ছেলেরা। কারণ আর কয়েক ঘণ্টা পরই ঘরের মাঠে শুরু এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডের গুরুত্বপূর্ণ লড়াই। কলম্বো এফসির মুখোমুখি হচ্ছে টিম মোহনবাগান৷

(নির্বাসন কাটিয়ে ভারতীয় দলে ফিরতে পারেন শ্রীসন্থ)

হ্যামস্ট্রিংয়ের চোটটা সেরে গেলেও কোমরের চোটটা এখনও বেশ ভোগাচ্ছে ব্রাজিলিয়ান স্টপার এডুয়ার্ডোকে৷ তাই এদিনের ম্যাচের জন্য তাঁকে ছাড়াই দল সাজাচ্ছেন বাগান কোচ। সেদিক থেকে অবশ্য অনেকটাই ফিট সোনি নর্ডি৷ চোট পুরোপুরি না সারায় কলম্বোয় কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে খেলেননি। তাই রবীন্দ্র সরোবরে নামার জন্য মুখিয়ে রয়েছেন হাইতিয়ান স্ট্রাইকার। তাছাড়া ডার্বির আগে আন্তর্জাতিক ম্যাচ খেললে নিজের অবস্থাটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন নর্ডি। যদি ১৫ মিনিটের জন্যও কোচ খেলার সুযোগ দেন, তাহলেও চলবে৷ তবে মানসিকভাবে তিনি নব্বই মিনিট খেলতেই প্রস্তুত৷

Advertisement

(হোমওয়ার্ক না করার শাস্তি, ছাত্রীদের অর্ধনগ্ন করে ঘোরাল প্রধান শিক্ষিকা)

কলম্বোর ঘরের মাঠে গিয়ে কলম্বোকে ২-১ গোলে হারিয়ে এসেছিল বাগান। সেই জয়ই এদিন আত্মবিশ্বাসে রাখছে দলকে। কলম্বো এএফসি দলটায় দু’জন নাইজেরিয়ান আর একজন আইভরি কোস্টের ফুটবলার ছাড়া সবাই অপেশাদার৷ তবে ভিসা সমস্যায় বিদেশিদের সকলে আসতে পারেননি৷ তাছাড়া শহরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও খানিকটা সমস্যায় পড়ছেন ফুটবলাররা৷ তা সত্ত্বেও হারের বদলাকেই পাখির চোখ করছেন কলম্বো দলের কোচ মহম্মদ রুমি। তাই টক্কর যে সেয়ানে সেয়ানে হবে, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই।

Advertisement

(চিটফাণ্ড কেলেঙ্কারিতে এবার প্রশ্নের মুখে সানি লিওন!)

মঙ্গলবার সন্ধে ৭টা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন এবং সংবাদ প্রতিদিন ফেসবুক পেজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ