Advertisement
Advertisement

Breaking News

জাদেজা, অশ্বিনের দাপটে বিপাকে কুকবাহিনী

সুবিধাজনক অবস্থায় ভারত, তাতে জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে তা বলাই যায়৷

After third day's play, india pushed england on backfoot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 7:58 pm
  • Updated:November 28, 2016 7:58 pm

ইংল্যান্ড- প্রথম ইনিংস ২৮৩ 

দ্বিতীয় ইনিংস ৭৮/ ৪

Advertisement

ভারত- প্রথম ইনিংস ৪১৭

Advertisement

তৃতীয় দিনের শেষে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহালিতে তৃতীয় দিনের শেষে বেশ সুবিধাজনক জায়গায় ভারত৷ প্রথমে জাদেজার দাপুটে ব্যাটিং আর পরে অশ্বিনের বিষাক্ত স্পিনে বেশ বেকায়দায় ইংল্যান্ড৷

এদিন লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের নেতৃত্ব দেন জাদেজা৷ ২৭১-৬ থেকে শুরু করে চার ওভারেই প্রথম ইনিংসের ঘাটতি পেরিয়ে এগিয়ে যায় ভারত৷ দাপুটে ব্যাটিং করেন জাদেজা৷ যোগ্য সঙ্গত করেন অশ্বিনও৷ তবে এদিন জাদেজা নিশ্চিত শতরান হাতছাড়া করেন৷ ৯০ রানে আউট হন তিনি৷ কেরিয়ারে এটাই এখনও টেস্টে সর্বোচ্চ রান তাঁর৷ অন্যদিকে, অশ্বিন করেন ৭২ রান৷ ভারতকে এগিয়ে রাখতে সাহায্য করেন জয়ন্ত যাদবও৷ ৫৫ রানের ঝকঝকে ইনিংস আসে তাঁর ব্যাট থেকে৷ এই প্রথম টেস্টে অর্ধশতরান করলেন তিনি৷

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড৷ অশ্বিনের দাপটে বেসামাল হয় কুকবাহিনী৷ অধিনায়ক-সহ মঈন আলি ও স্টোকসকে ফিরিয়ে দেন তিনি৷ জয়ন্ত নেন এক উইকেট৷ দিনের শেষে ইংল্যান্ডের রান চার উইকেটে ৭৮৷

টেস্টে ভারতের সাম্প্রতিক সাফল্যের মূলে আছে টেল এন্ডারদের দারুন পারফরম্যান্স৷ এদিনও তার নমুনা দেখা গেল৷ তৃতীয় দিনের শেষে যেরকম সুবিধাজনক অবস্থায় ভারত, তাতে জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে তা বলাই যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ