Advertisement
Advertisement

বিসিসিআই-এর আগামী প্রেসিডেন্ট সম্ভবত অনুরাগই

আগামী বরিবার সভাপতি বেছে নিতে বৈঠকে বসবেন বোর্ড সদস্যরা৷ সেখানেই অনুরাগ ঠাকুরের নামের ওপর সম্ভবত সিলমোহর পড়তে চলেছে৷

Anurag Thakur all set to become BCCI President
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 8:23 pm
  • Updated:August 12, 2021 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে বিসিসিআই-এর প্রেসিডেন্টের আসনে বসতে চলেছেন অনুরাগ ঠাকুর৷

আইসিসি-র প্রথম স্বাধীন চেয়ারম্যান পদে আসিন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শশাঙ্ক মনোহর৷ তারপরই বোর্ডের পরবর্তী সভাপতির খোঁজ শুরু হয়৷ পছন্দের তালিকায় উঠে আসে অনুরাগ ঠাকুর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম৷ ভারতের প্রাক্তন অধিনায়ক সিএবি-র সভাপতি পদ সামলাচ্ছেন৷ সেই সঙ্গে বিসিসিআই-এর উপচেষ্টা কমিটিরও সদস্য তিনি৷ ফলে বোর্ড সভাপতি হতে হলে বেশ কয়েকটি পদ ছাড়তে হবে সৌরভকে৷ এদিকে, বোর্ড সচিব থেকে সভাপতির পদে আসতে বিশেষ বাধা পেতে হবে না অনুরাগকে৷ সূত্রের খবর, পূর্বাঞ্চলের ছ’টি সংস্থারই সমর্থন পাচ্ছেন হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার সভাপতি অনুরাগ৷ সেক্ষেত্রে এমসিএ প্রেসিডেন্ট অজয় শিরকে হবেন নয়া বোর্ড সচিব৷
আগামী বরিবার সভাপতি বেছে নিতে বৈঠকে বসবেন বোর্ড সদস্যরা৷ সেখানেই অনুরাগ ঠাকুরের নামের ওপর সম্ভবত সিলমোহর পড়তে চলেছে৷ অর্থাৎ সচিব থেকে সভাপতির কুরসিতে বসা আর নেহাতই সময়ের অপেক্ষা৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ