Advertisement
Advertisement

OMG! ২৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিতকেও পিছনে ফেললেন এই পাক ক্রিকেটার

ভিডিওতে দেখুন তাঁর বিধ্বংসী সেই ইনিংস।

Babar Azam hits 26-ball hundred in T10 charity match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 25, 2017 1:14 pm
  • Updated:December 25, 2017 1:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৩৫ বলে বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। এবার তাঁকেও লজ্জায় ফেলে দিলেন পাক ক্রিকেটার বাবর আজম। শতরান করতে খরচ করলেন মাত্র ২৬টি বল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

পাকিস্তানের ফয়সালাবাদে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রীতি টি-টেন ম্যাচের আয়োজন করা হয়েছিল। যেখানে SAF গ্রিন দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বাবর আজম। সেখানেই ব্যাটিংয়ের সংজ্ঞাকেই যেন পালটে দিলেন বাবর। ২৩ বছরের তরুণ তুর্কির সেই চোখ ধাঁধানো সেঞ্জুরি সাজানো ছিল ১১টি ছক্কা ও সাতটি বাউন্ডারি দিয়ে। স্বাভাবিকভাবেই তাঁর স্ট্রাইক রেট দেখেও চোখ কপালে ওঠার জোগাড়। স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৬২।

Advertisement

[দেশবাসীকে বড়দিনের উপহার, তৃতীয় টি-টোয়েন্টিতেও জয় ভারতের]

এদিন SAF গ্রিনের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে SAF রেড দল। আন্দাজ করতে পারেন ১০ ওভারে স্কোরবোর্ডে ঠিক কত রান তোলে তারা? আন্দাজ করা বেশ কঠিন। কারণ টি-টোয়েন্টি ম্যাচেও এতো রান কমই হয়। মাত্র ৬০ বলে ২১০ রান করে SAF রেড। সেই দলের হয়ে আবার ৬ বলে ৬টি ছক্কাও হাঁকান পাক জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন শোয়েব মালিক। এখানেই শেষ নয়। কাহানি মে থুড়ি ম্যাচে ছিল আরও টুইস্ট। ২১০ রান করার পরও হারতে হল শোয়েবদের। আসলে যে দলের ব্যাটসম্যান শতরান করতে মাত্র ২৬ রান খরচ করে, সে দলের ২১০ রান তুলে ফেলা অবিশ্বাস্য কিছু নয়। সেটাই হল। শেষ ওভারে আফ্রিদির ওভার বাউন্ডারিতে জয়ী SAF গ্রিন।

Advertisement

ক্রিকেট এখন আর শুধুই স্কিল ও টেকনিক প্রদর্শনের জায়গা নয়। ক্রিকেট মানে এখন বিনোদন এবং মনোরঞ্জন। যা এই প্রীতি ম্যাচে ভরপুর উপভোগ করলেন দর্শকরা।

[ইন্দোরে রোহিতের শতরানের কথা আগেই জানতেন কাইফ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ