Advertisement
Advertisement

Breaking News

বোল্ড হয়েও ডিআরএস চেয়ে হাসির খোরাক হলেন বাংলাদেশি ব্যাটসম্যান

একই ম্যাচে আরও একবার হাসির খোরাক হলেন তাঁরা।

Bangladesh Cricketer opts for drs after getting bowled against srilanka
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 12:45 pm
  • Updated:March 12, 2017 3:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া বেঙ্গালুরু টেস্টের পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের শেষেও ফের একবার খবরের শিরোনামে সেই ডিআরএস। তবে এবার আর বিতর্ক নয়। ডিআরএস নেওয়া নিয়ে ঘটে গেল এক মজার ঘটনা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকারকে নিয়ে।

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাক রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির

এখনও পর্যন্ত কোনও ক্রিকেটার বোল্ড হয়ে ডিআরএস-এর জন্য আবেদন করেননি। কিন্তু শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টে সৌম্য সেই কাণ্ডটিই ঘটালেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৫৬ রান। সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার। মোমিনুল হকের সঙ্গে মিলে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৬৭ রান যোগ করেছিলেন সৌম্য। কিন্তু এরপরেই গুণরত্নের বলে বোল্ড হয়ে যান বাঁ-হাতি সৌম্য। আম্পায়ারও আউটের সিদ্ধান্ত জানান। ঠিক তখনই নিজের উইকেট বাঁচাতে মরিয়া সৌম্য ডিআরএসের আবেদন করে বসেন। তাঁর আউট হওয়ার সেই ভিডিওটি ইতিমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সৌম্যকে নিয়ে ঠাট্টা করা শুরু হয়েছে।

Advertisement

গ্রামবাসীদের খাটিয়ায় চেপে ৫০ ফুট কুয়ো থেকে উঠলেন পশুরাজ

দেখুন সেই ভিডিও-

Advertisement

https://www.youtube.com/watch?v=HhZo6_s5XkM

এর আগে এই ম্যাচে আরও একটি হাস্যকর ঘটনা ঘটিয়েছিলেন বাংলাদেশি পেসার শুভাশিষ রায়। শ্রীলঙ্কার ব্যাটসম্যান তাঁকে ছয় মারলেও, তিনি ভাবেন বাউন্ডারি লাইনের আগেই ক্যাচ ধরে ফেলেছেন সতীর্থ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। আসলে ক্যাচ ধরার সময় বাউন্ডারি লাইনে পা দিয়ে ফেলেছিলেন মুস্তাফিজুর। না বুঝেই উইকেট পাওয়ার আনন্দে মেতে ওঠেন শুভাশিষ। শেষে আম্পায়ার ছয়ের ইশারা করলে ভুল ভাঙে তাঁর। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে অনেকে মজা করেন।

রঙে মাখামাখি মোবাইল কভার? ওঠাতে এই কৌশলগুলি ট্রাই করুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ