Advertisement
Advertisement

বোর্ডের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে না, চলবে সিরিজ

স্বাভাবিকভাবেই ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷

BCCI accounts unblocked for now, New Zealand Series is on
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2016 2:52 pm
  • Updated:August 12, 2021 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে যাবতীয় লেনদেন বন্ধ করার নির্দেশ এসেছিল সোমবারই৷ বোর্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করার নির্দেশের কথা বোর্ড সচিব অজয় শিরকে, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি, সিইও রাহুল জোহরি এবং ইয়েস ব্যাঙ্কের রানা কাপুরকে জানিয়ে দেওয়া হয়েছিল৷ খবরটা পাওয়া মাত্রই বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের বক্তব্য ছিল, “এভাবে চললে নিউডিল্যান্ড দলকে সফরের মাঝপথেই দেশে পাঠিয়ে দিতে হবে৷”

স্বাভাবিকভাবেই ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ কিন্তু মঙ্গলবার সকালেই কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, সিরিজ চলা নিয়ে কোনও সমস্যা হবে না৷ বলা হয়, “আমরা বিসিসিআই-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করছি না৷ শুধু বলা হয়েছে, কোনও অ্যাসোসিয়েশনকে অর্থ দেওয়া যাবে না৷ দৈনন্দিন লেনদেন বা ম্যাচ করার জন্য যে খরচ, সে’সব নিয়ে কোনও সমস্যা নেই৷ খেলা চলবে৷”

Advertisement

বোর্ডের তরফ থেকে পাল্টা দেওয়া হচ্ছে৷ সিনিয়র এক বোর্ড কর্তা বললেন, “অ্যাসোসিয়েশনগুলো ম্যাচ করার ক্ষেত্রে বোর্ডের ফান্ডের উপর নির্ভর করে৷ এখনও পর্যন্ত সাতটা অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, তারা বোর্ডের থেকে অর্থ না পেলে ম্যাচ করতে পারবে না৷ তাহলে? এইরকম চললে তো সিরিজ বাতিল করে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ