Advertisement
Advertisement

রাজনীতি নিয়ে ব্যস্ততা তুঙ্গে, ফেডারেশনের পদ ছাড়লেন বাইচুং

আসন্ন নির্বাচনে ৩২টি আসনেই প্রার্থী দেবে 'হামারো সিকিম পার্টি৷

Bhaichung Bhutia resigns From All India Football Federation
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 3, 2018 5:01 pm
  • Updated:August 3, 2018 5:01 pm

দুলাল দে: মাত্র ঘন্টা খানেকের ঝটিকা সফর। বিমানবন্দর থেকে সোজা হোটেল৷ ব্রেকফাস্ট টেবিলে ঘন্টা খানেক মিটিং৷ ফের ছুটলেন বিমান ধরতে৷ ওইটুকু সময়েই কম করে ৩০টি ফোন৷ দলের কর্মসূচি চূড়ান্ত করে লাগাতার ফোন করে চলেছেন ‘হামরো সিকিম পার্টি’-র নেতারা৷ বাইচুং ভুটিয়ার জীবনে ফুটবল কোথায়! সারাক্ষণই তো পলিটিক্স আর পলিটিক্স৷ তিনি যে ফুটবল থেকে দুরে চলে গিয়েছেন, সেকথা স্বীকার করে নিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক৷  ‘ফুটবল থেকে সত্যিই দূরে আছি এখন। এই মুহূর্তে আমার জীবনকে দু’ভাগে ভাগ করতে পারেন। আশি ভাগ পলিটিক্স। আর কুড়ি ভাগ ফুটবল।‘  অকপট ভাইচুং৷ ফেডারেশনের টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন আগেই৷ ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের পরামর্শদাতার দায়িত্ব সামলাচ্ছিলেন বাইচুং৷ সেই পদ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি৷ বাইচুং বললেন, ‘সামনের এপ্রিলে সিকিমে বিধানসভা নির্বাচন। ৩২টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রে ভোট হবে৷ সবকটি আসনেই প্রার্থী দেবে আমাদের পার্টি৷  এখন ফেডারেশনের কাজ দেখার মতো সময় নেই৷  শুধু শুধু নাম কা ওয়াস্তে থেকে কী লাভ?’

[ পরের মরশুমেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, ঘোষণা কোয়েসের]

Advertisement

তাহলে কি ফুটবলটা একেবারেই হারিয়ে গেল? দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার জবাব, ‘আমার বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল। দিল্লি,  মুম্বই, চণ্ডীগড়, বেঙ্গালুরু-সহ আরও অনেক রাজ্যে মোট ২১টি সেন্টার। হয়তো কিছুদিনের মধ্যে শুধু বেঙ্গালুরুতেই বিবিএফসি-র ২১টি সেন্টার খুলে যাবে। অনূর্ধ্ব-১৬ ও  ১৯ ভারতীয় দলে আমাদের স্কুলের ফুটবলার খেলছে  ১০ জন সুযোগ পেয়েছে আইএসএলে। আমার এই মুহূর্তে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা বলতে এটুকুই।‘ এ রাজ্যের শাসকদলের হয়েই রাজনীতি হাতেখড়ি বাইচুং ভূটিয়ার৷ কিন্তু, দুবার নির্বাচনে দাঁড়িয়ে হেরেছেন৷ তারপর ফের রাজনৈতিক গড়াটা ঝুঁকির হয়ে গেল না? বাইচুং ভুটিয়া বললেন, ‘তৃণমূলে প্রার্থী হয়েছিলাম সেলিব্রিটি হিসেবে। গ্রাসরুটে পলিটিক্স করে নির্বাচনে লড়িনি। উপর থেকে টিকিট পেয়েছিলাম। কিন্তু এবার নিজের দল খুলে একেবারে গ্রাসরুট থেকে মানুষের কাজ করা শুরু করেছি। আর যে কাজটা আমি করি, সম্পূর্ণ নিজের মতো করে সব কিছু করতে চাই।‘ ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রণ পেয়েছিলেন৷ কিন্তু সময়ের অভাবে যেতে পারেননি৷ ভাইচুং এখন ময়দান থেকে অনেক দূরে৷

Advertisement

[ মরশুমের প্রথম ডার্বি ২ সেপ্টেম্বর, যুবভারতীতেই কি খেলা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ