Advertisement
Advertisement

Breaking News

কুটিনহোর হ্যাটট্রিকে কোপায় দুরন্ত কামব্যাক ব্রাজিলের

শুরুটা করেছিলেন কোটিনহো৷ তাঁর পরপর দু'টি ও অগস্তোর একটি গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে পড়ে ব্রাজিল৷ স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় হাইতি৷ দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান অগস্তো, গ্যাব্রিয়েল ও লিমা৷ হাইতির কফিনে শেষ পেরেকটিও পোঁতেন সেই কোটিনহোই৷

Brazil beat Haiti in Copa by 7-1
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2016 12:05 pm
  • Updated:July 11, 2018 2:27 pm

ব্রাজিল – ৭ (কুটিনহো ৩, অগস্তো ২, গ্যাব্রিয়েল, লিমা)

হাইতি – ১ (মার্সেলিন)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই সুপার কামব্যাক ব্রাজিলের৷ প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে আটকে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না লুকাস, কোটিনহোরা৷ হাইতিকে তাই রেয়াত করলেন না দুঙ্গার ছেলেরা৷ সাত-সাতবার বল জড়াল বিপক্ষের জালে৷ বড়সড় ব্যবধানে জিতে শতবর্ষের কোপায় ফের উজ্জ্বল হয়ে উঠল পাঁচবারের বিশ্বজয়ী দল৷
বৃহস্পতিবার ভোরে তিলোত্তমা দ্বিধাবিভক্ত হয়েছিল৷ একদিকে ব্রাজিল আর অন্যদিকে সোনি নর্ডির সমর্থকরা৷ কলকাতার ফুটবলপ্রেমীরা চেয়েছিলেন, ব্রাজিল যা-ই করুক, ঘরের ছেলে হয়ে ওঠা নর্ডি যেন ভাল খেলেন৷ কিন্তু তেমনটা আর হল কই! ৯০ মিনিটই রির্জাভ বেঞ্চে থাকলেন হাইতিয়ান স্ট্রাইকার৷ ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণের সামনে বারবার খেই হারালেন জাগ্গি, জেরমরা৷
২০১৪-য় ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিলেন মার্সেলোরা৷ সেই ম্যাচের স্কোরবোর্ডটাও ছিল এদিনের মতোই৷ পার্থক্য একটাই৷ সেদিন ১ গোলের পাশে ছিল ব্রাজিলের নাম৷ চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল স্কোলারির দল৷ হাইতি ফিফা ব়্যাঙ্কিংয়ে ব্রাজিলের থেকে অনেকটাই পিছিয়ে৷ ৭৪ নম্বরে রয়েছে তারা৷ সেখানে ব্রাজিল ৭ নম্বরে৷ জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষ না হলেও ৭ গোল দেওয়ার আনন্দ এদিন অরল্যান্ডোয় উপভোগ করলেন সেলেকাওরা৷
শুরুটা করেছিলেন কুটিনহো৷ তাঁর পরপর দু’টি ও অগস্তোর একটি গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে পড়ে ব্রাজিল৷ স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় হাইতি৷ দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান অগস্তো, গ্যাব্রিয়েল ও লিমা৷ হাইতির কফিনে শেষ পেরেকটিও পোঁতেন সেই কুটিনহোই৷ এই জয়ের ফলে দু’ম্যাচে চার পয়েন্ট পকেটে পুরল ব্রাজিল৷ এদিনের জয় সোমবার পেরুর বিরুদ্ধে নামার আগে স্বস্তি ফেরাল দুঙ্গার শিবিরে৷
ম্যাচ শুরুর আগে ব্রাজিল কোচ ভেবেছিলেন অরল্যান্ডোয় প্রচুর ব্রাজিল সমর্থক আছেন৷ তাঁরা নিজেদের দলের জন্য গলা ফাটাবেন৷ ফলে ঘরের মাঠের মতোই পরিবেশ পাওয়া যাবে৷ কিন্তু বাস্তবে হল উল্টো৷ গ্যালারিতে উপস্থিত সমর্থকরা জাতীয় সঙ্গীতটাও ঠিক মতো গাইলেন না৷ জায়ান্ট স্ক্রিনে এমন ছবি দেখে বেশ হতাশ হয়ে পড়েন দুঙ্গা৷ আসলে জার্মানির বিরুদ্ধে লজ্জার হারটা যেন ভুলতে পারেননি তাঁরা৷ এদিনের জয়টা ভক্তদের মনে সেই ক্ষতে মলমের কাজ করল, বিশ্বাস দুঙ্গার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ