Advertisement
Advertisement

প্রস্তুতি ম্যাচে চেনা ছন্দে ব্রাজিল, অপরাজিত থেকেই বিশ্বকাপের মূল পর্বে নেইমাররা

দেখুন গোলের ভিডিও।

Brazil beats Austria by 3-0 in Pre world Cup Friendly match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2018 9:33 pm
  • Updated:June 10, 2018 9:41 pm

ব্রাজিল- ৩ ( নেইমার, জেসুস, কুটিনহো)

অস্ট্রিয়া- ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতে পারে প্রস্তুতি ম্যাচ। কিন্তু, অস্ট্রিয়াকে মোটেই হালকাভাবে নেননি ব্রাজিল কোচ টিটে। একদিকে প্রস্তুতি পর্বে অপরাজিত থেকে মূল পর্বে যাওয়ার সুযোগ। অন্যদিকে এই অস্ট্রিয়াই জার্মানিকে মাটি ধরিয়েছিল। তাই শেষ প্রস্তুতি ম্যাচকে সিরিয়াসলিই নিয়েছিলেন নেইমাররা। তারই ফসল পেল সাম্বার দেশ। অস্ট্রিয়াকে হারিয়ে অপরাজিত থেকে বিশ্বকাপ অভিযানের দিকে পা বাড়াল তারা।

Advertisement

 কানে খাটো হলেও বিশ্বকাপে রাশিয়ার বাজি এই বিড়াল, কীভাবে জানেন?  ]

বিশ্বকাপের আর পাঁচটা দিন বাকি। এক সপ্তাহ পরেই মূল পর্বের ম্যাচ, তাই সম্ভাব্য সেরা একাদশকেই মাঠে নামিয়েছিলেন টিটে। শেষবারের মতো দলের খামতিগুলো দেখে নিতে চাইছিলেন। নেইমার, জেসুসদের একবার বাজিয়েও নিতে চাইছিলেন। সেই লক্ষ্যে অনেকটাই সফল কোচ। নেইমারের চোট নিয়ে একটা খটকা ছিল। প্রস্তুতি ম্যাচে তিনি মাঠে নাববেন কি না, সে নিয়ে খানিক সংশয়ও ছিল। তবে ট্রেনিংয়ে নেইমারের ফিটনেসের দিকে নজর ছিল। এদিন ম্যাচের শুরু থেকেই মাঠে নামেন ব্রাজিল অধিনায়ক। ১৮ মিনিটে তাঁর দৌলতেই ব্রাজিলের সামনে সুযোগ চলে আসে। তবে নেইমারের গোলমুখী শট থেকে ফসল তুলতে ব্যর্থ হয় ব্রাজিল। এরপরই খেলার ছন্দ ধরে নেয় অস্ট্রিয়া। বিপক্ষের বক্সে আক্রমণে বেশ কয়েকবার আক্রমণও করেন আলাবারা। তাতে কাজের কাজ কিছু হয় না। বরং ৩৮ মিনিটে প্রতি-আক্রমণে গোল তুলে নেন গ্যাব্রিয়েল জেসুস। মার্সেলোর বাড়ানো বলে বাঁদিক থেকে জেসুসের ফিনিশ অস্ট্রিয়ার জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে এগিয়ে যায় ব্রাজিল। যদিও নেইমাররা যে নিজস্ব ছন্দে ছিল এই পর্বে তা বলা যায় না। তবে গোলের পর থেকেই সাম্বা ছন্দ ধীরে ধীরে দানা বাঁধে। ম্যাচ যখন মিনিট চল্লিশ গড়িয়েছে তখন স্ট্র্যাটেজি বদলানোর চেষ্টা করে অস্ট্রিয়া। কিন্তু প্রথমার্ধে আর কাজের কাজ কিছু হয়নি।

অস্ট্রিয়ার আক্রমণ আঁচ করেই দ্বিতীয়ার্ধে রক্ষণ অনেক জমাটি করে নেন টিটে। ঘর গুছিয়েই বেশ কয়েকটি পরিবর্তন করেন তিনি। ব্রাজিল সমর্থকরা যে গোল দেখার আশায় বসেছিলেন তা মেলে দ্বিতীয়ার্ধেই। এবং ম্যাজিক দেখান সেই নেইমার। ৬৩ মিনিটে রীতিমতো পায়ের ভেলকিতে অস্ট্রিয়া রক্ষণকে কাবু করে জালে বল জড়ান তিনি। ব্রাজিলের জার্সি গায়ে মোট ৫৫টি গোল করে রোমারিওকে ছুঁয়ে ফেললেন ব্রাজিলের পোস্টার বয়।

 

৬৫ মিনিটে আবার সুযোগ পেয়ে যায় ব্রাজিল। কিন্তু গোলে বল রাখতে ব্যর্থ হন পাওলিনহো। তবে ৬৯ মিনিটে জালে বল জড়াতে কোনওরকম ভুল করেননি ফিলিপ কুটিনহো।

ব্যবধান হয়তো আরও বাড়তে পারত। তবে, বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ৩-০ ফলাফলে সন্তুষ্টই হবেন কোচ টিটে। যে পারফর্ম্যান্স সাম্বার ছেলেরা দেখাল, বিশ্বকাপের মূলপর্বে তা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে নেইমারদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ