Advertisement
Advertisement

Breaking News

প্যারালিম্পিয়ানদের জন্য বিশেষ যোজনার ঘোষণা মোদির

প্যারালিম্পিয়ান দীপা মালিকের একটা কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন ছুঁয়ে গিয়েছে৷

Central will take steps to develop paralympians, says Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 12:26 pm
  • Updated:July 13, 2018 6:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারালিম্পিয়ান দীপা মালিকের একটি কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন ছুঁয়ে গিয়েছে৷  রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে আম আদমিকে সে কথাই জানালেন তিনি৷ দেশে ফেরার পর শটপাটে রুপো জয়ী দীপা বলেছিলেন, “এই পদক জিতে আমি প্রতিবন্ধকতাকেই হারিয়ে দিয়েছি৷” কথাটা বারবার কানে বাজছে মোদির৷ আর তাই প্যারালিম্পিয়ানদের নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করলেন তিনি৷

রিওর মাটিতে সানিয়া মির্জা, যোগেশ্বর দত্ত, জীতু রাইদের পিছনে ফেলে দিয়েছেন দীপা মালিক, দেবেন্দ্র ঝাঝারিয়া, মারিয়াপ্পান থাঙ্গাভেলুরা৷ ওলিম্পিকের মঞ্চে তাঁরা যা করতে পারেননি, প্যারালিম্পিয়ানরা সেটাই করে দেখিয়েছেন৷ এদিন ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী প্যারালিম্পিয়ানদের সাফল্যের প্রশংসা করে বলেন, “তিনজন মহিলা অ্যাথলিট-সহ মোট ১৯ জন এবারের প্যারালিম্পিকে অংশ নিয়েছিলেন৷ আর তাতে পদক এসেছে চারটি৷ তাদের অনেক শুভেচ্ছা জানাই৷ এবার প্যারালিম্পিয়ানদের উন্নত পরিকাঠামো ও খেলা সংক্রান্ত সবরকম সুবিধা দেওয়ার জন্য নতুন কোনও যোজনার পরিকল্পনা করা হবে৷”

Advertisement

১২ বছর পর দ্বিতীয়বার জ্যাভলিন থ্রোয়ে দেশকে সোনা এনে দিয়েছেন দেবেন্দ্র৷ তাঁর মানসিকতার প্রশংসা করে মোদি বলেন, “একবার সোনা জয়ের ১২ বছর পর সোনা জেতাটা বেশ কঠিন কাজ৷ এত বছরে শরীর ও মানসিকতায় ক্ষয় ধরে৷ কিন্তু দেবেন্দ্রর সোনা সেসব ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়েছে৷” ভারতীয় প্যারালিম্পিয়ানদের পাশাপাশি রিওয় অংশ নেওয়া বাকি প্রতিযোগীদেরও তারিফ শোনা গেল মোদির মুখে৷ ১৫০০ মিটার টি ১২/১৩ ইভেন্টে ওলিম্পিয়ানরা যে সময়ে দৌড়ে সোনা রুপো ও ব্রোঞ্জ জিতেছিলেন, তার চেয়ে কম সময়ে দৌড় শেষ করেছেন প্যারালিম্পিয়ানরা৷ আর এখানেই চূড়ান্ত সফল এবারের প্যারালিম্পিক, মত মোদির৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ