Advertisement
Advertisement

Breaking News

বিশ্বমঞ্চে হাফডজন পদক জিতেও দেশে হেনস্তার শিকার খর্বকায় অ্যাথলিট

প্রাপ্য মর্যাদা কি পাবেন না তাঁরা?

Cochin International Airport humiliates Paralympic star Joby Mathew
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2017 1:17 pm
  • Updated:August 18, 2017 1:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বের সঙ্গে লড়াই করে দেশকে এনে দিয়েছেন ৩৭ টি পদক। যার মধ্যে রয়েছে ১৫ টি সোনা। দেশ জুড়ে ওয়ার্ল্ড ডোয়ার্ফ গেমসে খর্বকায় অ্যাথলিটদের সাফল্যের জয়গান। শচীন তেণ্ডুলকর থেকে বীরেন্দ্র শেহবাগ, বামন অ্যাথলিটদের টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলও তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন। কিন্তু হাফডজন পদক জয়ের পরও ব্যতিক্রমীদের হাতে হেনস্তা হতে হল জবি ম্যাথিউকে।

joby_mathew_03

Advertisement

কানাডা থেকে ছ’টি পদক নিয়ে দেশে ফিরছিলেন। বিমান কর্মীরাও জবিকে যথাযোগ্য সম্মান দেখিয়েছিলেন। জানিয়েছিলেন, তাঁর এই সাফল্যে দেশবাসী হিসেবে গর্বিত তাঁরাও। কিন্তু কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই ঘটল বিপত্তি। ঠিক কী ঘটেছিল? ৪১ বছরের কেরলের অ্যাথলিট জন্ম থেকেই প্রতিবন্ধী। শরীরের প্রায় ৬০ শতাংশই কাজ করে না। হাঁটতে চলতে বেশ সমস্যা হয় তাঁর। বিমানবন্দর চত্বরের ভিড় ঠেলে বেরতে অসুবিধা হচ্ছিল। তাই সেখান থেকে বেরনোর সময় গেটের কাছে একটি ট্যাক্সি ডাকেন তিনি। ট্যাক্সি চালককে অনুরোধ করেন, গাড়িটি ২৫ মিটার ভিতরে নিয়ে এলে সেখানেই তিনি গাড়িতে উঠতে পারবেন। সহৃদয় চালক জবির প্রতি সহানুভূতি দেখিয়ে রাজিও হয়ে যান। কিন্তু গাড়ি গেটের সামনে আসতেই বিপাকে পড়তে হয় জবিকে। তাঁর দিকে রীতিমতো তেড়ে আসেন বিমানবন্দরের কর্মীরা। গেটের সামনে ট্যাক্সি ডাকার জন্য জবিকে ভর্ৎসনাও করেন তাঁরা। এখানেই শেষ নয়, জবি গাড়ির ভিতর থাকাকালীন প্রায় ৪৫ মিনিট ট্যাক্সিটিকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। কর্মীদের দাবি, বিমানবন্দরের নিয়মভঙ্গ করেছেন খর্বকায় অ্যাথলিট। জবি বলছেন, “চালক সহানুভূতি দেখালেও বিমানবন্দরের কর্মীরা চূড়ান্ত অপমান করেন আমাকে। এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবিনি। গোটা ঘটনায় বেশ হতাশ।”

Advertisement

[বিশ্বমঞ্চে ৩৭ টি পদক জেতায় খর্বকায় অ্যাথলিটদের শুভেচ্ছা শেহবাগের]

এর্নাকুলাম জেলার স্পোর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট জাকির হোসেন পদকজয়ী অ্যাথলিটদের স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। তিনি জানান, জবির বিস্তারিত পরিচয় দেওয়া হয় বন্দরকর্মীদের। সব জানা সত্ত্বেও তারা ট্যাক্সিকে চেন দিয়ে বেঁধে রাখে। যদিও বিমানবন্দর তরফে বলা হয়, তারা সেখানকার নিয়ম পালন করছিলেন মাত্র। তবে জবির পরিচয় পাওয়ার পরই ট্যাক্সিটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। বিমানবন্দরে অ্যাথলিটদের হেনস্তা হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও জাতীয় স্তরের নামী প্রতিবন্ধী অ্যাথলিটদের চূড়ান্ত অপমানিত হতে হয়েছে। তাঁদের একটাই প্রশ্ন, সহানুভূতি ও প্রাপ্য মর্যাদা কি পাবেন না তাঁরা?

[মিতালিকে অভিনব উপহার শিশুর, মুগ্ধ ভারত অধিনায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ