সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিসবেনে বুধবার দিনটাকে ভারতের সুবর্ণ দিন বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না। কারণ এদিন কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দেশকে সোনায় মুড়িয়ে দিলেন ভারতীয় শুটাররা।
দিনের শুরুটা করেছিলেন এক ভারতীয় মহিলা শুটার। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে নেন পূজা ঘটকর। ফাইনালে অঞ্জুম মৌদগিলকে পিছনে ফেলে ২৪৯.৮ পয়েন্টে শেষ করে সোনা জেতেন তিনি। ২৪৮.৭ পয়েন্ট নিয়ে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় অঞ্জুমকে। পূজার জয়ের ধারাকেই বয়ে নিয়ে গেলেন ভারতীয় পুরুষ শুটাররা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে অন্য দেশের শুটারদের ধারেই ঘেঁষতে দিলেন না ভারতীয়রা। তিনটি পদকই নিজেদের দখলে করলেন তাঁরা। শাহজার রিজভি সোনা এবং ওমকার সিং ও জিতু রাই জিতে নেন রুপো ও ব্রোঞ্জ।
Congrats Pooja Ghatkar. Great show to win GOLD IN 10m AR at Commonwealth Shooting Cship. Proud 2 support @OGQ_India pic.twitter.com/6fSzbdfc08
— Viren Rasquinha (@virenrasquinha) November 1, 2017
[রায়নার কাছে ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলেন মায়ান্তি, তারপর কী হল জানেন?]
শুধু বুধবারই কেন চলতি টুর্নামেন্টে প্রায় প্রতিদিনই পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করছেন জিতু, হিনারা। মঙ্গলবারও মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা ঝুলিতে ভরেছিলেন হিনা সিঁধু। ফাইনালে তাঁর স্কোর ছিল ২৪০.৮ পয়েন্ট। আইএসএসএফ শুটিং ওয়ার্ল্ড কাপে দুরন্ত ফর্মে থাকা জিতু-হিনা জুটি বেঁধে সোনা জিতেছিলেন। এবার কমনওয়েলথেও সঠিক নিশানা হেনে বাজিমাত করেছেন দু’জনই। হিনার পাশাপাশি চলতি চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার ব্রোঞ্জ পদক গলায় তুলেছেন আরেক ভারতীয় শুটার দীপক কুমার। ব্রিসবেনে ভারতীয়দের জয়জয়কারের দিন অবশ্য ব্যর্থ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকা গগন নারাং। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে চতুর্থ স্থানেই শেষ হয় তাঁর লড়াই।