Advertisement
Advertisement

Breaking News

কোপার লড়াই এবার আমেরিকায়, ঘোষিত দিনক্ষণ, খেতাব ধরে রাখতে পারবে আর্জেন্টিনা?

কবে শুরু কোপা আমেরিকা? ফাইনাল কবে?

CONMEBOL confirmed the dates of Copa America । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 21, 2023 7:19 pm
  • Updated:June 21, 2023 7:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের বছরের কোপা আমেরিকার (Copa America) বল গড়াবে ২০ জুন। ফাইনাল হবে ১৪ জুলাই।
মার্কিন যুক্তরাষ্ট্রে এবার বসবে কোপা আমেরিকার আসর। কনমেবলের তরফ থেকে কোপা আমেরিকার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: পতাকা লাগানোকে কেন্দ্র তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র দেগঙ্গা, চলল গুলি-বোমা]

গতবার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ডি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিও মেসির (Lionel Messi) আর্জেন্টিনা। আগামী বছরের কোপা আমেরিকায় হয়তো শেষ বার নীল-সাদা জার্সিতে দেখা যাবে লিও মেসিকে। মেসি যেখানে যাচ্ছেন তাঁকে ঘিরে আবেগের বিস্ফোরণ সেখানেই। ইন্টার মায়ামিতে খেলবেন এলএম ১০। ফলে আগামী বছরের কোপা আমেরিকায় মেসিই যে প্রচারের সব আলো শুষে নেবেন সেকথা বলাই বাহুল্য। 

Advertisement

 

Advertisement

২০২৪ সালের কোপা আমেরিকায় ১৬টি দেশ অংশ নেবে। তার মধ্যে ১০টি দেশ দক্ষিণ আমেরিকার। এরা হল, আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনিজুয়েলা। আর ছ’টি দেশ কনকাকাফের। তাদের নাম অবশ্য এখনও জানানো হয়নি। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। তার আগে ২০২৪ সালের কোপা আমেরিকা একক ভাবে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

[আরও পড়ুন: এমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশকে হারাল ৩১ রানে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ