Advertisement
Advertisement

ছয় বলে ৬ উইকেট! বল হাতে বাইশ গজের নয়া ‘যুবরাজ’ ক্যারি

২৯ বছরের অজি বোলার যেন এমন পারফরম্যান্সের ঘোর যেন বেরিয়ে আসতে পারছিলেন না৷

Cricket world stunned after bowler bags six wickets in an over
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 28, 2017 10:56 am
  • Updated:January 28, 2017 10:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঝটকায় জীবনের মোড় এভাবে ঘুরে যাবে, স্বপ্নেও ভাবেননি অ্যালেড ক্যারি৷ তাঁর বিরল কীর্তি রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দিয়েছে তাঁকে৷ সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি৷ কারণ তাঁর হাত ধরেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের একটা ম্যাড়ম্যাড়ে ম্যাচের কথা জেনে গেল গোটা বিশ্ব৷ যেখানে ছয় বলে ছয় উইকেট নিলেন ক্যারি৷

(ফের বর্ষবরণের উৎসবে মাতছে কলকাতা)

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্ট ব্যালারাত৷ ভিক্টোরিয়ায় হওয়া এই ম্যাচে প্রথম ৮ ওভারে কোনও উইকেট পাননি ক্যারি৷ সব চমক অপেক্ষা করেছিল তাঁর নবম ওভারে৷ সেই ওভারেই শুরু থেকে শেষ, ছ’টি বলে ছয় উইকেট ঝুলিতে ভরেন তিনি৷ ক্যারির দাপটে বিপক্ষ দল শেষ মাত্র ৪০ রানে৷

Advertisement

(মুম্বইয়ের ফ্ল্যাটে রহস্যমৃত্যু বাঙালি জাতীয় সাঁতারুর)

টানা ছয় বলে ছয় ছক্কা এখন আর নতুন কিছু নয়৷ গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, গিবস, যুবরাজ সিংরা সেই তালিকায় রয়েছেন৷ কিন্তু ওভারের সব বলে উইকেট! ২৯ বছরের অজি বোলার যেন এমন পারফরম্যান্সের ঘোর যেন বেরিয়ে আসতে পারছিলেন না৷ বলছিলেন, “এখনও বিশ্বাস করতে পারছি না৷ এমন ঘটনা বারবার হয় না৷ এর জন্য আলাদা কোনও পরিকল্পনাও ছিল৷ বলতে পারেন আমি ভাগ্যবান৷” পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটে এমন পারফরম্যান্স এখনও কেউ করে দেখাতে পারেননি৷ এক ওভারে সবচেয়ে বেশি চার উইকেট পড়েছে৷

Advertisement

ক্যারির প্রথম ও দ্বিতীয় উইকেট স্লিপ ও উইকেটকিপারের হাতে ধরা পড়ে৷ তিন নম্বরটি এলবিডব্লিউ৷ পরের তিনটি বোল্ড৷ তাঁর এমন পারফরম্যান্সের পর উচ্ছ্বসিত গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের সচিব জন ওজিলভি৷ বলছিলেন, “বলটা আমরা যত্ন করে রেখে দিয়েছি৷ এপ্রিলে ক্লাবের অনুষ্ঠানে এমন বিরল কৃতিত্বের জন্য ওকে সম্মান জানানো হবে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ