সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নেমে গেলেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। বুধবার বোর্ড যে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে তাতে দুই সিনিয়র ব্যাটার এ গ্রেড থেকে নেমে গিয়েছেন বি গ্রেডে। চুক্তিতে এক ধাপ নেমে যাওয়ায় প্রতিফলন পড়বে বার্ষিক টাকার অঙ্কে।গত কয়েক দিন ধরে উইকেট কিপার ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দেশীয় ক্রিকেটে। সেই ঋদ্ধিমানও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেমে গেলেন। আগে তিনি ছিলেন বি গ্রেডে। নতুন চুক্তি অনুযায়ী ঋদ্ধি এখন সি গ্রেডে। বোর্ডের চুক্তি অনুযায়ী এ প্লাস ক্যাটেগরিতে থাকা খেলোয়াড়রা বার্ষিক সাত কোটি টাকা পাবেন। এ, বি ও সি গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৫ কোটি, ৩ কোটি ও এক কোটি টাকা।
সময়টা ভাল যাচ্ছে না অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)। জাতীয় দলের জার্সিতে একেবারেই ভাল ফর্মে ছিলেন না দুই সিনিয়র তারকা। আগামী দিনে তাঁরা আদৌ আর ভারতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাবেন কিনা, দক্ষিণ আফ্রিকা সফরে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরে তাঁদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল ক্রিকেটমহলে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়ে দেন, জাতীয় দলে সুযোগ পেতে হলে রনজি ট্রফিতে নামতে হবে রাহানে ও পূজারাকে।