Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2023

Asia Cup 2023 India vs Nepal: নেপালের বিরুদ্ধে পরের পর ক্যাচ মিস বিরাটদের, ‘পাকিস্তানের মতো হাল’, কটাক্ষ নেটিজেনদের

রইল ক্যাচ ছাড়ার ভিডিও।

Asia Cup 2023 India vs Nepal: India drop three catches against Nepal
Published by: Krishanu Mazumder
  • Posted:September 4, 2023 5:24 pm
  • Updated:September 4, 2023 7:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের বিরুদ্ধে হতশ্রী ফিল্ডিংয়ের পরিচয় দিল ভারতীয় দল। প্রথম পাঁচ ওভারেই তিন-তিনটি ক্যাচ ফস্কায় টিম ইন্ডিয়া। এরকম ফিল্ডিং স্মরণকালের মধ্যে কি করেছে ভারত (India)?

এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতের ম্যাচ নেপালের (Nepal) সঙ্গে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নেপালের ওপেনার কুশল ভুরতেলের ক্যাচ প্রথম স্লিপে ফেলেন শ্রেয়স আইয়ার। মহম্মদ শামির প্রথম ওভারের শেষ বলে নেপালের উইকেট তোলা যেত। কিন্তু শ্রেয়স আইয়ার ক্যাচ ছাড়ায় শামি হতাশ হন। ম্যাচের প্রথম ওভারেই উইকেট নিতে পারত টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওভারের প্রথম বলে ফের ক্যাচ ছাড়েন ভারতের অন্যতম সেরা ফিল্ডার বিরাট কোহলি। 

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানে হবে এশিয়া কাপের বাকি ম্যাচ? জয় শাহকে ফোন পাক বোর্ড চেয়ারম্যানের]

নেপালের অপর ওপেনার আসিফ ক্যাচের সহজ ক্যাচ ছাড়েন কোহলি। এক্ষেত্রে হতাশ বোলার মহম্মদ সিরাজ। বিরাটের মতো ফিল্ডারের হাত থেকে ক্যাচ বেরিয়ে গেল কীভাবে, তা নিয়ে জোর জল্পনা। আরও একবার দুর্ভাগ্যের শিকার হন শামি।

Advertisement

 

এবার ঈশান কিষান ক্যাচ ছাড়েন। পঞ্চম ওভারে শামির বলে ক্যাচ পড়ে ভুরতেলের। শামির বলে পুল মারতে গিয়ে সময়ের গন্ডগোল করে ফেলেন নেপালের ব্যাটার। বল শূন্যে। ঈশান কিষান বাঁ দিকে দৌড়েও সহজ ক্যাচ হাতছাড়া করেন। ভারতের ক্যাচ মিসের প্রদর্শনী দেখার পরে নেটিজেনরা ভারতীয় ফিল্ডারদের কটাক্ষ করে বলেছেন, পাকিস্তানের মতো ফিল্ডিং করছে ভারত।  

[আরও পড়ুন: সপরিবারে লন্ডনে ছুটি কাটাচ্ছেন সৌরভ, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে হাজির মহারাজ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ