Advertisement
Advertisement

Breaking News

Asian Games 2023 Team India Indian Womens Cricket Team

Asian Games 2023 Cricket: এশিয়ান গেমসে কবে, কোথায় খেলতে নামবে টিম ইন্ডিয়ার পুরুষ-মহিলা দল

সোনা জিতবে ভারতীয় দল?

Asian Games 2023 cricket: Team list, schedule, squads and all you need to know। Sangbad Pratidin

সোনা জেতার অপেক্ষায় ভারত।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 14, 2023 9:37 pm
  • Updated:September 18, 2023 4:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর কয়েকটা দিন। এরপরেই আসন্ন এশিয়ান গেমসে (Asian Games Cricket 2023) সোনা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে পড়বে ভারতের (India) পুরুষ ও মহিলা ক্রিকেট দল। চিনের (Chaina) ঝাংঝাউয়ে ১৯তম এশিয়ান গেমসের আসর বসেছে। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্বে খেলতে নামবে। ইতিমধ্যেই চলতি এশিয়ান গেমসের ক্রিকেট সূচি ঘোষণা করা হয়েছে। ভারতীয় দল এই প্রথমবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে চলেছে। দেখে নেওয়া যাক, এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দল কবে নিজেদের ম্যাচ খেলবে।

এশিয়ান গেমসে কবে খেলতে নামবে ভারতের মহিলা ও পুরুষ ক্রিকেট দল?

Advertisement

মহিলাদের ইভেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। অন্যদিকে ২৭ সেপ্টেম্বর থেকে পুরুষদের ইভেন্ট শুরু হবে।

Advertisement

[আরও পড়ুন: ম্যাচ উইনার শামিকে বসিয়ে রাখা কতটা কঠিন? খোলসা করলেন পারস মাম্বরে]

সোনার মেডেলের খেলা কবে?

২৫ সেপ্টেম্বর মহিলাদের ক্রিকেটের ফাইনাল। অন্যদিকে পুরুষদের ফাইনাল ৭ অক্টোবর আয়োজিত হবে।

ভারত কবে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে?

মহিলা ও পুরুষ দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলতে নামবে। স্মৃতি মান্ধানা-রিচা ঘোষদের প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর আয়োজিত হবে। সেখানে যশস্বী জয়সওয়াল-রিঙ্কু সিংরা খেলতে নামবেন ৩ অক্টোবর।

কোথায় প্রতিযোগিতার সব ম্যাচ আয়োজিত হবে?

পিংফেং ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ আয়োজিত হবে।

এশিয়াডে ভারতের পুরুষ দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে ও প্রভসিমরন সিং।
স্ট্যান্ড বাই: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।

এশিয়াডে ভারতের মহিল দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অমনজ্যোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি শ্রাবণী, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিনু মানি, কণিকা আহুজা, উমা ছেত্রী, অনুশা বারেড্ডি।
স্ট্যান্ড বাই: হরলিন দেওল, কে গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক, পূজা বস্ত্রকর।

[আরও পড়ুন: বুমরাহর আগুনে কামব্যাকের জন্যই ভারত ফেভারিট, মনে করিয়ে দিলেন শামিদের বোলিং কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ