সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমস (Asian Games) ক্রিকেটে ঐতিহাসিক সোনা ভারতের। শনিবার ভারত ও আফগানিস্তানের মধ্যেকার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে যাওয়ায় আইসিসি ক্রমতালিকায় উপরের দিকে থাকা দল হিসাবে সোনা জয় নিশ্চিত করল রুতুরাজ গায়কোয়াড়ের টিম ইন্ডিয়া। ফাইনালে খেলার সুবাদে রুপো পেল আফগানরা।
ফেভারিট হিসাবেই এশিয়ান গেমস ক্রিকেটে নেমেছিল ভারতীয় পুরুষ দল। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালেও ভারতীয়দের সেভাবে বেগ দিতে পারেনি নেপাল এবং বাংলাদেশ। ফাইনালেও শুরুটা ভাল করেছিল ভারতীয় দল। এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ (Ruturaj Gaikowad)। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের স্কোর যখন ১৮ ওভার ২ বলে ৫ উইকেটে ১১২ রান, তখনই বৃষ্টি নামে।
এর পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হলেও বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন আয়োজকরা। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী আইসিসির ক্রমতালিকায় উপরে থাকার সুবাদে ভারতকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হল। ফলে মহিলা ক্রিকেট দলের পর পুরুষ ক্রিকেট দলও সোনা জিতল। এই প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট যুক্ত হয়েছে। আর প্রথমবারই গেমসে জোড়া সোনা জিতল টিম ইন্ডিয়া। তরুণ এই ভারতীয় দলের সোনাজয়ে উচ্ছ্বসিত সিনিয়র দলের ক্রিকেটাররাও। সিনিয়র দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এদিন বলেছেন,”আমি নিজে কখনও সোনা জিততে পারিনি। রুতুরাজরা জিতেছে। ওদের শুভেচ্ছা।”
সব মিলিয়ে এশিয়াডে এ পর্যন্ত ২৭টি সোনা জিতল ভারত। এদিন সকালে তিরন্দাজিতে দুটি এবং ব্যাডমিন্টনে একটি সোনা এসেছে। সব মিলিয়ে এই মুহূর্তে ভারতের পদকের সংখ্যা ১০২।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.