Advertisement
Advertisement
Shakib Al Hasan

সুপার ওভার খেলতে নারাজ শাকিবের দল, ছিটকে গেল কানাডার লিগ থেকে

আম্পায়ারের সঙ্গে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটার।

Bangladeshi cricketer Shakib Al Hasan's team Bangla Tigers embroiled as refusal to play
Published by: Arpan Das
  • Posted:August 11, 2024 2:14 pm
  • Updated:August 11, 2024 2:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না শাকিব আল হাসানের। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে নীরবতার জেরে সে দেশেই সমালোচিত তিনি। এবার ক্রিকেট মাঠেও নতুন অভিযোগ ধেয়ে এল তাঁর দিকে। যা ঘটেছে কানাডার গ্লোবাল টি-২০ লিগে।

সেখানকার বাংলা টাইগার্স মিসিসাগা দলের অধিনায়ক শাকিব। লিগ পর্যায়ে তিনি খুব একটা ভালো ফর্মে না থাকলেও, তাঁর দল কোয়ালিফায়ারে ওঠার দাবিদার ছিল। শেষ ম্যাচ ছিল টরেন্টো ন্যাশনালসের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচে মাঠেই নামল না শাকিবের দল। আম্পায়ারের সঙ্গে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়েন বাংলা টাইগার্সের অধিনায়ক। শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছে তাঁর দল।

Advertisement

[আরও পড়ুন: রবি রাতেই শহরে আনোয়ার, ইস্টবেঙ্গল প্র্যাকটিসে থাকবেন সোমবার থেকেই]

কানাডার টি-টোয়েন্টি লিগের এই ম্যাচে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল বৃষ্টি। যে কারণে আম্পায়ার নিয়মের বিষয়টি জানিয়ে চেয়েছিলেন, ম্যাচের ফল নির্ধারিত হওয়ার জন্য অন্তত পাঁচ ওভারের ম্যাচ হোক। সেটাও সম্ভব না হলে শেষ পর্যন্ত সুপার ওভার খেলা হোক। কিন্তু সেখানে প্রবল আপত্তি তোলেন শাকিব। পয়েন্ট টেবিলে বাংলা টাইগার্স এগিয়ে ছিল, তাই কোয়ালিফায়ারে যাওয়ার কথা তাদেরই, এই যুক্তিতে অনড় থাকেন বাংলাদেশের ক্রিকেটার।

Advertisement

[আরও পড়ুন: লিঙ্গ বিতর্ক সরিয়ে বক্সিংয়ে সোনা, অনলাইন হেনস্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু ইমানে খেলিফের]

ম্যাচ রেফারি তাঁকে শেষ পর্যন্ত বুঝিয়ে উঠতে পারেননি। তার পর টরেন্টোকে ওয়াক ওভার দিয়ে জয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতা থেকে ছিটকে যায় বাংলা টাইগার্স। কিন্তু সমস্ত নিয়ম জেনেও কেন, শাকিব দল না নামানোর সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, এর আগেও এই লিগে খেলাকালীন বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেটা অবশ্য মাঠের বাইরে। একটি ম্যাচের পর দর্শকের সঙ্গে ঝামেলাতে জড়িয়ে পড়েন। এমনকী তাঁকে উদ্দেশ্য করে ‘দালাল’ বলে ধিক্কারও জানানো হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ