BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

কেন হঠাৎ রাজভবনে? মুখ খুললেন সৌরভ, বৈঠক শেষে বিশেষ টুইট ধনকড়ের

Published by: Abhisek Rakshit |    Posted: December 27, 2020 7:00 pm|    Updated: December 27, 2020 7:09 pm

BCCI president Sourav Ganguly met Governor of West Bengal | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ রবিবার দুপুরে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে কোনও বিশেষ কারণ নয়, একান্তই সৌজন্য সাক্ষাৎ। রাজভবনে সৌরভের সঙ্গে বৈঠকের পর টুইট করলেন খোদ রাজ্যপাল। রাজভবন থেকে বেরনোর সময় সাংবাদিকদেরও একই কথা বলে গেলেন বিসিসিআই সভাপতি।

এদিন দুপুরে ধনকড়–সৌরভ বৈঠক চলাকালীনই গুঞ্জন শুরু হয়, তাহলে কী রাজনীতিতে আসছেন বাংলার মহারাজ?‌ তবে বৈঠকের পরই রাজ্যপাল টুইট করেন, ‘‌‘‌বেশ কিছু বিষয় নিয়ে এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বললাম। তিনি আমাকে ইডেন গার্ডেন্স দেখতে আমন্ত্রণ জানিয়েছেন।’‌’ সৌরভও বেরনোর সময় কার্যত একই কথা বলেন। সৌরভ জানান, রাজ্যপালকে তিনি সামনের সপ্তাহে ইডেন দেখার আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন, এটা কেবলই সৌজন্য সাক্ষাৎ।

 

 

[আরও পড়ুন:‌ নতুন করে একাধিক দেশে লকডাউন, পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা]

সৌরভ গঙ্গোপা‌ধ্যায় কি রাজনীতিতে যোগ দেবেন? এক নয়, একাধিকবার এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে উঠেছে। কিন্তু নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সৌরভ। ক্রিকেটের সঙ্গেই যে যুক্ত থেকে তিনি খুশি, সে কথাই বারবার নিজের কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন। কিন্তু নির্বাচনের আগে দলবদলের মরশুমে হঠাৎই তাঁর রাজভবন আগমনে নতুন করে জল্পনা উসকে দেয়। রাজ্যপাল টুইট করে ইডেনে আমন্ত্রণ জানানোর কথা বললেও প্রশ্ন কিন্তু তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন:‌ ‘পর্যটক বলে লাভ নেই, বাংলাকে তৃণমূলমুক্ত করবই’, কাকলি ঘোষদস্তিদারকে পালটা অনুপমের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে