Advertisement
Advertisement

আইপিএল চলাকালীনই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বিবাদ! স্টারকে প্রায় ৮০ কোটি ‘ছাড়’ বোর্ডের

সদ্যই স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ভারতীয় বোর্ডের।

BCCI Star Sports conflict resolved, Board waives off Rs 78.90 Crore payment | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 18, 2023 5:04 pm
  • Updated:April 18, 2023 5:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল এখন মধ্যগগনে। এরই মধ্যে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ল বিসিসিআই! শেষে সম্প্রচারকারী সংস্থাকে দিতে হল মোটা টাকাও।

আসলে বিসিসিআই ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্টারের সঙ্গে ৫ বছরে ৬১৩৮ কোটি ১০ লক্ষ টাকার চুক্তি করেছিল। সেই মেয়াদ ৩১ মার্চ শেষ হয়েছে। কথা ছিল এই ৫ বছরে মোট ১০২টি ম্যাচ সম্প্রচার করবে স্টার। কিন্তু তার বদলে ১০৩টি ম্যাচ সম্প্রচারিত হয়েছে। কারণ এই সময়ে ভারতে ১০৩টি ম্যাচই হয়েছে। স্টার এখন বলছে, ওই অতিরিক্ত ১টি ম্যাচ সম্প্রচার করার খরচ বাবদ তাদের ১৩৯ কোটি টাকা ছাড় পাওয়া উচিত।

Advertisement

[আরও পড়ুন: AI ব্যবহারের ফল, এবার পর্ন ছবিতে দেখা যেতে পারে আপনার মুখও! আশঙ্কা বিশেষজ্ঞদের]

শুরুতে ভারতীয় বোর্ড সেই টাকা দিতে অস্বীকার করেছিল। কিন্তু সামনের মরশুমের জন্য নতুন করে মিডিয়া স্বত্ত্বের টেন্ডার ডাকার আগে ব্যাপারটা নিয়ে একটি রফাসূত্রে আসতে চাইছিল বিসিসিআই। সেকারণেই বোর্ডের তরফে ৭৯ কোটি ৯০ লক্ষ টাকা ছাড় হিসাবে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এই টাকাটাকে ‘ছাড়’ বলায় আপত্তি রয়েছে স্টার স্পোর্টসের। তারা বলছে ১০২টি ম্যাচের জায়গায় ১০৩টি ম্যাচ সম্প্রচার করতে হয়েছে, সুতরাং এই টাকাটা তাঁদের প্রাপ্য। একে ছাড় বলা ঠিক নয়। এখানে ছাড়ের কোনও প্রশ্নই উঠছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বিসিসিআইয়ের কোনও ভুল বোঝাবুঝি হল?

Advertisement

[আরও পড়ুন: নারদ মামলা: তদন্ত শেষ করেনি CBI, FIR থেকে নাম বাদের আরজি নিয়ে হাই কোর্টে TMC সাংসদ]

আইপিএলের মধ্যে এই কাণ্ডটি ঘটে যাওয়ায় প্রশ্ন আরও জোরাল হচ্ছে। আসলে আইপিএলের জনপ্রিয়তা প্রত্যাশিতভাবেই তুঙ্গে। কিন্তু তাতে লাভের লাভ কিছু হচ্ছে না টেলিভিশনে সম্প্রচারকারী সংস্থা স্টারের। কারণ আইপিএলের যে বিরাট দর্শক, তার একটা বড় অংশই ঝুঁকেছে মোবাইলে। লাভের গুঁড় মূলত পাচ্ছে জিও সিনেমা। তাতে এমনিতেই মোটা লোকসানের আশঙ্কায় স্টার। তবে আইপিএলের সঙ্গে এই ছাড়ের কোনও সম্পর্ক নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ