Advertisement
Advertisement
Mohammed Shami

কতটা ক্রিকেট খেলতে চান? শামিকে সরাসরি প্রশ্ন করবে বিসিসিআই

চোট আঘাত বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে শামিকে।

BCCI to talk to Mohammed Shami soon, claims report | Sangbad Pratidin

মহম্মদ শামি। ফাইল চিত্র

Published by: Subhajit Mandal
  • Posted:January 11, 2024 11:41 am
  • Updated:January 11, 2024 3:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৩৪ হতে চলল। টেস্ট, ওয়ানডে আইপিএলে (IPL 2024) নিয়মিত খেলছেন। মহম্মদ শামির মতো পেসারের পক্ষে এই বিপুল ‘ওয়ার্কলোড’ নিয়ে কতদিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব? এ প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে ভারতীয় বোর্ডের অন্দরে। সূত্রের খবর, ভবিষ্যৎ নিয়ে শামির সঙ্গে সরাসরি কথা বলতে চান নির্বাচকরা।

বিশ্বকাপের (ICC T-20 World Cup) পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন শামি। আফগানিস্তান সিরিজের দলে তিনি নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্বকাপেও চোট নিয়ে খেলেছিলেন শামি। সেই গোড়ালির চোট উপেক্ষা করেই মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শামি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। সেই সময় নাকি তাঁর ডান পায়ের পাতা ফেলার সময় যন্ত্রণা হচ্ছিল। আর সেইজন্য মাঠের বাইরে তারকা পেসার।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতার রাস্তায় মদ্যপের তাণ্ডব, ভ্যানচালককে ধাক্কার পর গাড়ির উপর নাচ যুবকের!]

এই মুহূর্তে এনসিএতে (NCA) রিহ্যাব করছেন শামি। সূত্রের খবর, অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তিনি প্রত্যাবর্তন করতে চান। শামি এরপর খেলবেন আইপিএলে। টি-২০ বিশ্বকাপেও খেলতে চান তিনি। কিন্তু বোর্ডের চিন্তা অন্য জায়গায়। বিসিসিআই মনে করছে, গত কয়েক বছরে প্রচুর ওয়ার্কলোড নিয়ে ফেলেছেন শামি। আগামী দিনে তাই তাঁর মেপে মেপে পা ফেলা উচিত। সেক্ষেত্রে সিরিজ বাছাই করে বা কোনও এক ফরম্যাটে খেলা থেকে তাঁকে বিরত থাকতে অনুরোধ করা হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ফের হামলার আশঙ্কা ইডির? এবার শক্তি বাড়িয়ে অভিযান]

সূত্রের খবর, বোর্ডের কর্তারা দ্রুত শামির (Mohammed Shami) সঙ্গে বৈঠকে বসতে পারেন। তাঁকে সরাসরি প্রশ্ন করা হতে পারে, কতটা ক্রিকেট এরপর তিনি খেলতে চান। এই আলোচনাটা দক্ষিণ আফ্রিকা সফরেই হওয়ার কথা ছিল। কিন্তু চোটের জন্য শামি দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি। সেকারণেই আলোচনা সম্ভব হয়নি। বোর্ড সূত্র বলছে, আইপিএল এবং টেস্ট ছাড়া আর কী কী খেলতে চান শামি, সেটা নিয়ে সরাসরি তাঁর সঙ্গে আলোচনা চাইছেন নির্বাচক এবং বোর্ড কর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ