Advertisement
Advertisement

শাহবাজ-আকাশদীপের দাপটে এল জয়, হায়দরাবাদকে হারিয়ে কার্যত রনজির নকআউটে বাংলা

৭২ রানে জিতল বাংলা।

Bengal won in a tensed match against Hyderabad in Ranji Trophy | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 27, 2022 4:18 pm
  • Updated:February 27, 2022 4:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসা ছিলেন বোলাররা। সেই বোলারদের হাত ধরেই বাংলা (Bengal) ৭২ রানে হারাল হায়দরাবাদকে (Hyderabad)। বরোদাকে আগে হারিয়েছিল বাংলা। এবার হায়দরাবাদকে। দুটো ম্যাচ জিতে রনজি ট্রফির (Ranji Trophy) নক আউট পর্বে কার্যত পৌঁছে গেল বাংলা।

জেতার জন্য হায়দরাবাদের টার্গেট ছিল ২৩৯ রান। গতকাল দিনের শেষে হায়দরাবাদের রান ছিল ৩উইকেটে ১৬। এদিন বাংলার বোলারদের দাপটে হায়দরাবাদ শেষ হয়ে গেল ১৬৬ রানে।

Advertisement

ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছিলেন শাহবাজ আহমেদ। ৫১ রানের ইনিংস খেলেছিলেন। বোলার শাহবাজ নিলেন তিন-তিনটি উইকেট। আকাশ দীপ ও মুকেশ কুমারও ব্যাটিং মেরুদণ্ড ভাঙেন হায়দরাবাদের। আকাশ দীপ চারটি উইকেট নেন। মুকেশ কুমারের ঝুলিতে দু’টি উইকেট

Advertisement

[আরও পড়ুন: চোট পেয়ে হাসপাতালে ঈশান! আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় ওপেনারের ভূমিকায় কে?]

গতদিনের ১৬ রানে ৩ উইকেট নিয়ে এদিন খেলা শুরু করে হায়দরাবাদ। শুরুতেই ধাক্কা দেন আকাশ দীপ। হিমালয় আগরওয়ালকে বোল্ড করেন আকাশ দীপ। খাতাই খোলেননি হিমালয়। স্কোর বোর্ডে হায়দরাবাদের রান তখন চার উইকেটে ১৬।

দল চাপে। এই অবস্থায় ৪২ রান যোগ হওয়ার পরে প্রতীক রেড্ডিকে (১৯) ফেরান শাহবাজ আহমেদ। রাহুল বুদ্ধি(১৭) আকাশ দীপের শিকার। হায়দরাবাদ তখন ৬ উইকেটে ৮৫। তিলক ভার্মা ও রবি তেজা (২৩) আরও ৪৯ রান যোগ করেন। এই জুটি চাপ বাড়াচ্ছিল বাংলার উপরে। শাহবাজ আহমেদ ফেরান রবি তেজাকে। পরের বলেই শাহবাজ তুলে নেন তনয় ত্যাগরাজানকে (০)। ৮ উইকেটে ১৩৪ হয়ে যায় হায়দরাবাদ।

একপ্রান্ত থেকে যখন একের পর এক উইকেট পড়ছে হায়দরাবাদের, তখন অন্যপ্রান্তে রুখে দাঁড়িয়েছিলেন তিলক ভার্মা। এবারের আইপিএল নিলামে তিলক ভার্মাকে মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে ১.৭ কোটিতে। নিলামে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেওয়ায় কেঁদে ফেলেন তিলক। সেই বাঁ হাতি তিলক এদিন ব্যক্তিগত ৯০ রানে ফেরেন।  আকাশ দীপের শিকার এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার। তিলক আউট হতেই হায়দরাবাদ মুখ থুবড়ে পড়ে। হায়দরাবাদ জয় সম্পূর্ণ করে বাংলা। তিলক ভার্মার মরিয়া লড়াই ব্যর্থ হয়। 

[আরও পড়ুন: বিরাটের শততম টেস্টেও দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বোর্ড, অখুশি সমর্থকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ