কপিল দেব ও জশপ্রীত বুমরাহ। ফাইল চিত্র
দেবাশিস সেন: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে ক্রিকেটের মহারণ। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চোটের জন্য সেখানে খেলবেন না জশপ্রীত বুমরাহ। যদিও কপিল দেবের মতে, সেই অভাব ঢাকতে হবে টিম গেম দিয়ে। কলকাতায় একটি অনুষ্ঠানে এসে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক মুখ খুললেন ভারত-পাক মহারণ নিয়েও।
পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ। সেই জায়গায় দলে এসেছেন হর্ষিত রানা। কপিল দেব অবশ্য কে আছে, কে নেই, এসব ভাবতে নারাজ। বরং জোর দিচ্ছেন দলগত পারফরম্যান্সে। কলকাতায় একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, “যে দলে নেই, তাঁকে নিয়ে কথা বলে লাভ নেই। বুমরাহর অভাব আমরা অবশ্যই অনুভব করব। কিন্তু আমাদের জিততে হবে দল হিসেবে। কোনও একজন জিতবে না। এটা ব্যডমিন্টন, টেনিস বা গলফ নয়। দল যদি একজোট হয়ে খেলে, তাহলে অবশ্যই জিতব। তবে হ্যাঁ, কেউ কখনই চায় না, দলের সেরা প্লেয়ার চোট পাক। কিন্তু চোট পেয়ে গেলে, কারও কিছু করার নেই।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি। তারপর ২৩ ফেব্রুয়ারি, ভারত-পাক মহারণ। সেই নিয়ে কপিলের বক্তব্য, “আমার মন বলছে ভারতই ওই ম্যাচ জিতবে। তবে মাঠে সেরাটা দিতে হবে। যদি বিপক্ষ দল ভালো খেলে, তাহলে তাদেরও প্রশংসা করব। কিন্তু আমি চাই, আমার দল ভারত যেন সেরা খেলাটা খেলে।”
আট বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্টের দুরবস্থা কাটিয়ে ওয়ানডেতে ইংল্যান্ডকে চুনকাম করেছে। ফর্মে ফিরেছেন রোহিত-কোহলিরা। তাহলে কি ভারতই ফেভারিট? সরাসরি উত্তর দিলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। বরং তাঁর পরামর্শ, “ফেভারিট আসলে ক্রিকেট। ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই। যাও, ভালো করে ক্রিকেট খেলো। জিততে হবে বলে বাড়তি চাপ নিও না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.