Advertisement
Advertisement
Chennai Super Kings

একবছরে লাভ বাড়ল ৩৪০ শতাংশ! বিরাট আয় চেন্নাই সুপার কিংসের

গত অর্থবর্ষে কত টাকা আয় করেছে ধোনির দল?

Chennai Super Kings profit soars to 340 percent

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 6, 2024 11:54 am
  • Updated:September 6, 2024 11:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের সফলতম দল। সবচেয়ে বেশি আইপিএল ট্রফি রয়েছে তাদের ক্যাবিনেটে। এবার ব্যবসায়িক দিক থেকেও বিরাট সাফল্য পেল চেন্নাই সুপার কিংস। এক বছরে চেন্নাইয়ের আর্থিক লাভ লাফিয়ে বেড়েছে। ৫২ কোটি থেকে ২২৯.২০ কোটিতে পৌঁছেছে ফ্র্যাঞ্চাইজির এক বছরের লাভ।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবর্ষে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড ফ্র্যাঞ্চাইজির লাভের অঙ্ক ২২৯.২০ কোটি টাকা। আগের অর্থবর্ষে এই অঙ্কটা ছিল ৫২ কোটি টাকা। অর্থাৎ লাভের হার বেড়েছে ৩৪০ শতাংশ। একলাফে অনেকখানি বেড়েছে চেন্নাইয়ের সার্বিক আয়ও। গত অর্থবর্ষে ফ্র্যাঞ্চাইজির আয় হয়েছে ৬৭৬. ৪০ কোটি টাকা। এক বছর আগে এই সংখ্যাটা ছিল ২৯২.৩৪ কোটি। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি এবং ম্যাচের টিকিটের প্রবল চাহিদার কারণেই চেন্নাইয়ের এমন আকাশছোঁয়া ব্যবসায়িক সাফল্য।

Advertisement

[আরও পড়ুন: একুশ বছরে ৯০০ গোল, পরিসংখ্যানে রোনাল্ডোর অবিশ্বাস্য কেরিয়ার

স্বভাবতই ফ্র্যাঞ্চাইজির এমন সাফল্যে খুশি চেন্নাইয়ের ম্যানেজমেন্ট। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ” আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই। পাঁচটি আইপিএল জেতার পাশাপাশি ইয়েলো আর্মি ১০বার ফাইনাল খেলেছে, ১২বার প্লে অফে উঠেছে। ২০২৪ আইপিএলেও অল্পের জন্য প্লে অফ হাতছাড়া হয়েছে। তবে আগামী দিনে ক্রিকেটের উন্নতিতে আরও চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস। সুপারকিং ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড নামেও একটি সংস্থা শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজির অন্দরে।

Advertisement

সুপারকিং ভেঞ্চারের মূল কাজ ক্রিকেট অ্যাকাডেমির মাধ্যমে খেলাকে আরও ছড়িয়ে দেওয়া। ইতিমধ্যেই ১১টি ক্রিকেট অ্যাকাডেমি শুরু করা হয়েছে তাদের তরফে। সেখানকার ১৯ জন ক্রিকেটার তামিলনাড়ুর জার্সিতে নানা স্তরে প্রতিনিধিত্ব করেছে। আগামী আরও নতুন জায়গায় এই অ্যাকাডেমি শুরু করার পরিকল্পনা রয়েছে সুপারকিং ভেঞ্চারের।

[আরও পড়ুন: কেরিয়ারে ৯০০ গোল, প্রথম ফুটবলার হিসাবে অতিমানবীয় কীর্তি রোনাল্ডোর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ