Advertisement
Advertisement

Breaking News

World Cup

ইডেনে উন্মোচিত বিশ্বকাপ ট্রফি, অলিম্পিকেও যুক্ত হোক ক্রিকেট, প্রস্তাব ভারতীয় তারকাদের

শুক্রবার সন্ধে ৮টা থেকে ফের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে।

Cricket World Cup trophy unveiled at Eden Gardens, Indian celebs bats for inclusion of cricket in Olympic Games | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 8, 2023 9:13 pm
  • Updated:September 8, 2023 10:29 pm

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ২০২৮ সালে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকে যুক্ত হোক ক্রিকেটও। ইডেনে বিশ্বকাপ ট্রফির উন্মোচন অনুষ্ঠানে যোগে দিয়ে এমন প্রস্তাবই দিলেন দেশের কিংবদন্তি তারকারা।

শুক্রবার সন্ধেয় বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঘিরে জমজমাট ক্রিকেটের নন্দনকানন। বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী,অশোক দিন্দা-সহ বিশিষ্টরা। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু ওয়ানডে বিশ্বকাপ। যাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেমিফাইনাল-সহ টুর্নামেন্টের মোট পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন। স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে। প্রথম পর্বের টিকিট বিক্রি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শুক্রবার সন্ধে ৮টা থেকে ফের টিকিট বিক্রি শুরু হয়েছে। Bookmyshow.com-এ গিয়ে টিকিট সংক্রান্ত খুঁটিনাটি জেনে নিতে পারবেন।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে রোহিত-দ্রাবিড়দের জন্য সৌরভের বার্তা, কী বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক?]

Advertisement

এদিন ট্রফি উন্মোচনের অনুষ্ঠানেই তারকারা জানালেন, আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা। পেজ বলে দিচ্ছেন, নিঃসন্দেহে হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা। আবার ঝুলনের দাবি, বিশ্বকাপের জন্য সেরা দলই বেছে নিয়েছেন নির্বাচকরা। ব্যাটিং লাইন-আপ শক্তিশালী রেখে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে।

এরপরই তাঁদের মুখে উঠে আসে অলিম্পিকে ক্রিকেটের সংযুক্তিকরণের কথা। প্রাক্তন পেসার ঝুলন বলে দেন, “কমনওয়েলথে মহিলা ক্রিকেট দল ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। আমার মনে হয়, অলিম্পিকে ভারতীয় দল খেললে আরও বেশি পদক আসবে।” একই সুর লিয়েন্ডারের গলাতেও। বলছেন, “শুধু পদক জয়ই নয়, অলিম্পিকের মতো মঞ্চে ক্রিকেট যুক্ত হলে এর পরিচিতি ও বিস্তার আরও বাড়বে।” উল্লেখ্য, টোকিও অলিম্পিকে নজরকাড়া পারফরম্যান্স ছিল ভারতের। সোনা-সহ ৭টা পদক জেতে দেশ। এবার দেখার ২০২৮ অলিম্পিক কিংবা পরবর্তী অলিম্পিকের মঞ্চে ২২ গজের লড়াই দেখা যায় কি না।

[আরও পড়ুন: রাহুল ফিরতেই ছাঁটাই সঞ্জু! এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগেই দেশে ফিরছেন ব্যাটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ