Advertisement
Advertisement
ICC for World Test Championship 2023 final

কবে কোথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, নাগপুর টেস্ট শুরুর দিনই জানাল ICC

রোহিতরা কি পারবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে?

Dates confirmed by ICC for World Test Championship 2023 final | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 9, 2023 9:30 am
  • Updated:February 9, 2023 9:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুর টেস্টে অজিদের বিরুদ্ধে নেমে পড়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে যে দুটি দল সবচেয়ে এগিয়ে তারা যেদিন একে অপরের বিরুদ্ধে খেলতে নামল, ঠিক তার আগেই আইসিসি ওই বহুপ্রতীক্ষিত ম্যাচটির দিন ও ভেন্যু জানিয়ে দিল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) প্রথম সংস্করণের ফাইনাল হয়েছিল লর্ডসে। ফাইনালে উঠেও ভারতকে হারতে হয় নিউজিল্যান্ডের কাছে। এবারেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সেই ইংল্যান্ডেই। তবে লর্ডসে নয়। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লন্ডনেরই ওভালে। আগামী ৭ জুন শুরু হবে মেগা ফাইনাল। চলবে ১১ জুন পর্যন্ত। প্রয়োজনে থাকছে একদিনের রিজার্ভ ডে (Reserve Day)। ১২ জুন দিনটি থাকছে রিজার্ভ ডে হিসাবে। কোনও একদিন বৃষ্টির জন্য খেলা বাতিল হলে খেলা হবে রিজার্ভ ডে’তে।

Advertisement

[আরও পড়ুন: রনজি ট্রফি সেমিফাইনাল: অনুষ্টুপ ও সুদীপের জোড়া শতরানে ঘুরে দাঁড়াল বাংলা]

আইসিসির (ICC) পয়েন্ট তালিকা অনুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার। ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ভারতের বিরুদ্ধে ১ ম্যাচ ড্র করলেই অজিরা চলে যাবে ফাইনালে। দ্বিতীয় দল হিসাবে ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের সিরিজে ৩-১ বা ২-০ ফলে জিতলেই ফাইনালে চলে যাবে ভারত।

Advertisement

[আরও পড়ুন: বাবার মুম্বই বা গিলের গুজরাট নয়, আইপিএলে এই দলকেই সমর্থন করেন শচীন-কন্যা সারা]

ভারত যদি এই ব্যবধানে জিততে না পারে তাহলে সুযোগ আসবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শ্রীলঙ্কা অ্যাওয়ে ম্যাচে দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দুটি দলই চাইবে নিজেদের ম্যাচগুলি জিতে রাখতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ