Advertisement
Advertisement
Bangladesh Cricket Team

ফিল্ডিং না রিলে রেস! বল ধরতে দৌড় পাঁচ বাংলাদেশি ফিল্ডারের, ভাইরাল ভিডিও

ভিডিও দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা।

Five Bangladesh Cricket Team players run to save boundary vs Sri Lanka
Published by: Arpan Das
  • Posted:April 2, 2024 9:28 am
  • Updated:April 2, 2024 9:28 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) ফিল্ডিং যেন ক্রমেই ‘সার্কাস’ হয়ে উঠেছে। রোজই কিছু না কিছু অদ্ভুত কাণ্ড করে সোশাল মিডিয়ায় হাসির খোরাক জোগাচ্ছেন তাঁরা। চট্টগ্রামে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টেস্টে একটা বল ধরতে দৌড় লাগালেন পাঁচ জন। যা দেখে হাসি থামাতে পারছেন না ক্রিকেট ভক্তরা।

ঠিক কী ঘটেছিল চট্টগ্রামে? শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ২১ তম ওভারের দ্বিতীয় বলে ঘটনাটি ঘটে। হাসান মাহমুদের বল প্রবাথ জয়সূর্যের ব্যাটে লেগে গালির দিকে চলে যায়। বাউন্ডারিতে কোনও ফিল্ডার ছিল না। তাই বাংলাদেশের স্লিপ আর পয়েন্টের ফিল্ডাররা সেদিকে দৌড় দেন। তবে এক জন বা দুজন নয়। পাঁচ জন ফিল্ডার ছুটে যান বাউন্ডারির দিকে। অথচ বলে খুব বেশি গতি ছিল না। অনায়াসে এক জন ফিল্ডারই বলটি ধরে ফেলতে পারতেন। কিন্তু কার্যত দেখা গেল একের পর বাংলাদেশি ক্রিকেটার রিলে রেসের মতো একে অপরের পিছনে দৌড়োচ্ছেন। যেন বাউন্ডারি আটকানো নয়, নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা চলছে।

Advertisement

[আরও পড়ুন: চট্টগ্রামে কমেডি অফ এরর, স্লিপে ক্যাচ নিয়ে ‘লোফালুফি’ তিন বাংলাদেশি ফিল্ডারের]

শেষ পর্যন্ত চার বাঁচালেও নেটিজেনদের ট্রোলিংয়ের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাদেশ দল। সোশাল মিডিয়ায় ফিল্ডিংয়ের ভিডিও দেখে তুমুল হাসিতে ফেটে পড়েছেন ক্রিকেট ভক্তরা। এই টেস্টেই আরও দুবার ‘টাইগার’দের হাস্যকর কাজকর্ম দেখা গিয়েছে। প্রথম দিনে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের ব্যাটে পরিষ্কার বল লাগা সত্ত্বেও ডিআরএস নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার ব্যাটাররাও হেসে ফেলেছিলেন শান্তর সিদ্ধান্তে।

Advertisement

দ্বিতীয় দিনে তিন জন মিলে লোফালুফি করে ক্যাচ মিস করেছিলেন দীপু, জাকিররা। তৃতীয় দিনেও বিনোদনের অভাব নেই বাংলাদেশের ক্রিকেটে। প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হেরেছিল টাইগার বাহিনী। এই টেস্টও হাতছাড়া হওয়ার মুখে।

[আরও পড়ুন: হার্দিকের দিকে উড়ে এল প্রবল কটাক্ষ, ওয়াংখেড়ের দর্শকদের ‘ভদ্র’ হতে বললেন মঞ্জরেকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ