Advertisement
Advertisement

Breaking News

Bishan Singh Bedi Death

Bishan Singh Bedi Death: ৭৭ বছর বয়সে চিরঘুমে স্পিন লেজেন্ড বিষাণ সিং বেদী

১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম হয় বেদীর।

Former Indian spinner Bishan Singh Bedi passes away at the age of 77 years। Sangbad Pratidin

চিরগুমে চলে গেলেন বিষাণ সিং বেদী। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 23, 2023 4:06 pm
  • Updated:October 23, 2023 4:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ভরা বাজারে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ খবর। ৭৭ বছর বয়সে থামলেন কিংবদন্তি বিষাণ সিং বেদী (Bishan Singh Bedi)। ১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের (India) হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি। ১০টি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ে বিষণ বেদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ৭৭-এই থামল তাঁর জীবন। বিগত বেশ কয়েক বছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বিষাণ সিং বেদী। 

ঘরের মাঠে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে বিপক্ষকে শেষ করে দেওয়া। এরাপল্লি প্রসন্ন ও চন্দ্রশেখরের সঙ্গে সদ্য প্রয়াত বিষাণ সিং বেদীর নামও উচ্চারণ করা হত। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে আটটি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দাপটেই পূর্ব আফ্রিকাকে ১২০ রানে আটকাতে পেরেছিল ভারত।

Advertisement

[আরও পড়ুন: একেই বলে চমক, স্পাইডার ক্যাম থেকে নেমে এল পদক, সেরা ফিল্ডার হলেন শ্রেয়স]

১৯৭৭-৭৮ মরশুমে এই প্রবাদপ্রতিম বাঁহাতি স্পিনারের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সময় টেস্ট সিরিজ হেরেছিল ভারত। ৫ ম্যাচের সিরিজ ২-৩ ফলে হারলেও, বিদেশের মাটিতে লড়াই করেছিলেন সুনীল গাভাসকর-মোহিন্দর অমরনাথরা। হলেও সেই প্রথম বিদেশের মাটিতে লড়াই করেছিল ভারত। সেই সফরে বব সিম্পসনের অজি দল প্রথম ও দ্বিতীয় টেস্টে জিতলেও, মেলবোর্ন এবং সিডনিতে জয়ের মুখ দেখেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ-দিলীপ বেঙ্গসরকররা। যদিও অ্যাডিলেডে আয়োজিত শেষ টেস্টে ভারতকে হারের মুখ দেখতে হয়। সেটা না হলে প্রয়াত স্পিন লেজেন্ডের অধিনায়কত্বে ‘ডাউন আন্ডার’ সফরে প্রথম টেস্ট জয়ের মুখ দেখতে ভারতীয় দল।

Advertisement

 

১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম হয় বেদীর। মাত্র ১৫ বছর বয়সে নর্দার্ন পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন তিনি। ১৯৬৮-৬৯ মরশুমে তিনি যোগ দেন দিল্লিতে। সেখানেই শেষ পর্যন্ত খেলেন। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মরশুমে দিল্লির অধিনায়কত্বও করেন তিনি। তাঁর নেতৃত্বে রঞ্জি ট্রফিতে দু’বার রানার্স হয় দিল্লি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭০টি ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন বেদী।

 

ইংল্যান্ডের পরিবেশেও যথেষ্ট সফল হয়েছিলেন বেদী।১৯৭২ থেকে ১৯৭৭ সালের মধ্যে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ১০২টি ম্যাচে ৪৩৪টি উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন। ২০২১ সালের দিকে তাঁর হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। এর পর থেকে বাড়িতেই থাকতেন তিনি। তবে সোমবার অর্থাৎ ২৩ অক্টোবর থেমে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

[আরও পড়ুন: ‘দলের প্রয়োজনে বাইরে বসতে রাজি!’ অকপটে জানিয়ে দিলেন ম্যাচের সেরা মহম্মদ শামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ