Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘কোহলি আমার গায়ে থুতু ছিটিয়েছিল’, প্রোটিয়া তারকার ‘বিরাট’ অভিযোগ

জেনে নিন আসল ঘটনা।

Former South African star Dean Elgar has alleged that Virat Kohli spat at him । Sangbad Pratidin

কোহলি। ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:January 29, 2024 7:52 pm
  • Updated:January 29, 2024 8:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট-প্যাড তুলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডিন এলগার (Dean Elgar)। ভারতের বিরুদ্ধে ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছেন তিনি। আউট হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) সৌজন্য বিনিময় করেন এলগারের সঙ্গে। কিন্তু কোহলি ও এলগারের প্রথম দর্শনের অভিজ্ঞতা কিন্তু ভালো ছিল না। কোহলির বিরুদ্ধে একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এলগার জানিয়েছেন, কোহলি তাঁর দিকে থুতু ছিটিয়েছিলেন। 
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ২০১৫ সালের ঘটনার উল্লেখ করেন। ভারত সফরে এসেছিল প্রোটিয়া ব্রিগেড। ব্যাট করতে নামার পর থেকেই এলগারকে বিরক্ত করতে থাকেন কোহলি। সেই সময়ে কোহলিই ভারত অধিনায়ক। শুরু হয়ে যায় কোহলি ও এলগারের মধ্যে কথার লড়াই। দুজনের মধ্যে বাকবিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় যে কোহলি থুতু ছিটিয়ে বসেন এলগারকে। 

[আরও পড়ুন: ‘আকাশে চমক’, জকোভিচের সঙ্গে হঠাৎই দেখা স্ট্যালিনের]

প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ”ব্যাট করতে নামার পরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। নামার পরই অশ্বিন আর কী নাম যেন জা..জা..জাজেজার বিরুদ্ধে খেলতে হচ্ছিল। তারপরেই কোহলি আমার দিকে থুতু ছেটায়। অশ্রাব্য ভাষা প্রয়োগ করে। কোহলিকে বলেছিলাম, আর একবার এরকম করলে ব্যাট দিয়ে পেটাব।” যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি প্রশ্ন করেন এলগারকে দক্ষিণ আফ্রিকার স্থানীয় ভাষা কি বোঝেন কোহলি? জবাবে এলগার বলেন, ”রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোহলির সঙ্গে খেলত ডিভিলিয়ার্স।  ফলে কোহলি বুঝতে পারত।” 
পরে অবশ্য ডিভিলিয়ার্সই এলগার ও কোহলির মধ্যে ঝামেলার মীমাংসা করেছিলেন। এলগার জানিয়েছেন, ভারতের মাটিতে খেলতে এসেছেন বলেই হয়তো নিজেকে সংযত করে নেন প্রোটিয়া তারকা। পরে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে গেলে কোহলি ক্ষমা চেয়ে নেন এলগারের কাছে। 

Advertisement

[আরও পড়ুন: কুয়াদ্রাত ম্যাজিকই জেতাল ইস্টবেঙ্গলকে, কোচের ক্যারিশমায় মুগ্ধ মনোরঞ্জন ভট্টাচার্য]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ