২৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ৯ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

দীপাবলির শুভেচ্ছায় কটাক্ষ পাক সমর্থকের, ‘সুন্দর’ জবাব দিলেন পিচাই

Published by: Krishanu Mazumder |    Posted: October 24, 2022 9:10 pm|    Updated: October 24, 2022 9:10 pm

Google CEO Sundar Pichai gave an epic response to a fan on Twitter who advised him to watch the 'first three overs' of India vs Pakistan match । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নের দুরন্ত জয়ের রেশ এখনও কাটিয়ে উঠতে পারছেন না ভারতের ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলির (Virat Kohli) মহাকাব্যিক ইনিংস নিয়ে এখনও জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, দীপাবলির উপহার দিলেন বিরাট কোহলি। গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) দীপাবলির শুভেচ্ছা জানালেন টুইট করে। সেই টুইটেও ভারত-পাক ম্যাচের উল্লেখ করেন তিনি। পিচাই টুইট করেন, ”ভারত-পাক ম্যাচের শেষ তিন ওভার আজ আবার দেখে দিওয়ালি উদযাপন করলাম।” 

আর তাঁর এহেন বার্তা দেখার পরে এক পাকিস্তান সমর্থক কটাক্ষ করে লেখেন, ”প্রথম তিন ওভারও দেখবেন।” সুন্দর পিচাই সেই পাক ভক্তকে যোগ্য জবাব দিয়েছেন। লিখেছেন, ”সেটাও দেখেছি। ভুবি আর অর্শদীপ দুর্দান্ত স্পেল করেছে।”  এর পরে টুইটার ব্যবহারকারীরা বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকেন।  

[আরও পড়ুন: শচীনের মরুঝড় না বিরাট-ইনিংস, অংশুমান গায়কোয়াড়ের চোখে কোনটা সেরা?]

 

 

ম্যাচের শুরুতে অর্শদীপ ও ভুবনেশ্বর কুমার দাপট দেখান। পাকিস্তানের ব্যাটাররা তখন রীতিমতো বিভ্রান্ত। ?যদিও ভারতীয় বোলারদের দাপট সামলে উঠে পাকিস্তান করে ১৫৯ রান। ভারত বিরাট কোহলির বিক্রমে ম্যাচ জিতে নেয়। ইদানীং সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বেড়ে গিয়েছে। কেউ কাউকে ছেড়ে কথা বললেন না। সুন্দর পিচাইও রেহাই পাননি। কিন্তু গুগলের সিইও-র বুদ্ধিদীপ্ত জবাব মন জিতে নিয়েছে সবার। 

[আরও পড়ুন: ‘কোহলির চাপেই নো বল দিয়েছেন আম্পায়াররা’, শেষ ওভার বিতর্কে ক্ষুব্ধ আক্রম-ওয়াকাররা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে