Advertisement
Advertisement

Breaking News

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপের দুটি ম্যাচ আয়োজনে ফের জটিলতা! কিন্তু কেন?

ফের বিশ্বকাপের ম্যাচ নিয়ে জটিলতা।

ICC Cricket World Cup 2023: Difficult to host matches on consecutive days, Hyderabad Cricket Association tells BCCI। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 20, 2023 12:08 pm
  • Updated:August 20, 2023 12:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার কি আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সূচির বদল করা হবে? হায়দরবাদ ক্রিকেট সংস্থা (Hyderabad Cricket Association) থেকে তেমনই খবর পাওয়া যাচ্ছে। পরপর দু’দিন ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছিল হায়দরাবাদ (Hyderabad)। কিন্তু সেই রাজ্যের পুলিশ বাধ সেধেছে।

হায়দরাবাদ পুলিশের (Hyderabad Police) দাবি, পরপর দু’দিন আন্তর্জাতিক ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুরো ব্যাপারটা ইতিমধ্যেই চিঠি লিখে বিসিসিআই (BCCI) ও আইসিসি-কে (ICC) জানিয়েছে হায়দরবাদ ক্রিকেট সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে ছেলে প্রজ্ঞানন্দের দাপট দেখে অঝোরে কেঁদে ফেললেন গর্বিত মা নাগালক্ষী]

কয়েক দিন আগেই আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেখানে দেখা যাচ্ছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পরপর দু’দিন ম্যাচ রয়েছে। ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে নেদারল্যান্ডস। ১০ অক্টোবর সেই স্টেডিয়ামেই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। পর পর দু’দিন ম্যাচ নিয়ে আপত্তি রয়েছে হায়দরাবাদ পুলিশের। নিরাপত্তার সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে। তাদের এই উদ্বেগের কথা জানানো হয়েছে বিসিসিআই কর্তাদের।

Advertisement

৯ অক্টোবরের ম্যাচ নিয়ে হায়দরাবাদ পুলিশের তরফ থেকে কোনও আপত্তি নেই। তবে এর পরের দিন বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের ম্যাচের নিরাপত্তা দেওয়া নিয়ে পুলিশের তীব্র আপত্তি রয়েছে। এশিয়ার দুই ক্রিকেট জায়ান্টের মধ্যে ম্যাচটি ১২ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু নবরাত্রির জন্য ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবরের বদলে পিছিয়ে ১৪ অক্টোবর আয়োজিত হবে। সেইজন্য হায়দরাবাদে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ ১০ অক্টোবর স্থির করা হয়েছিল। আর এখানেই আপত্তি জানিয়েছে হায়দরাবাদ পুলিশ। এখন পুলিশের দাবি মেনে শেষ পর্যন্ত আইসিসি ও বিসিসিআই এই সূচির বদল ঘটায় কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: ‘আর হয়তো সেরা ছন্দে ফিরতে পারবে না’, বুমরাহকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রাক্তন পেসারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ