Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড একমাত্র ভাঙতে পারে বিরাট’, সদর্পে ঘোষণা শাস্ত্রীর

'বিরাট' সাফল্যের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

ICC ODI World Cup 2023: Ravi Shastri pits Virat Kohli against Sachin Tendulkar with bold century of centuries remark

শচীনের মহা রেকর্ড ভাঙতে পারবেন বিরাট। জানালেন শাস্ত্রী।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 17, 2023 12:34 pm
  • Updated:November 17, 2023 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) গড়া একটার পর একটা রেকর্ড ভেঙে দিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) তিনটি সেঞ্চুরি সেরে ফেলেছেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। কাপযুদ্ধের ১০ ম্যাচে ৭১১ রান করে শীর্ষে রয়েছেন কিং কোহলি। নিজের ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে করেছিলেন একদিনের ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি। শচীনকে ছুঁয়েছিলেন বিরাট। আর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সেমিফাইনালে একদিনের ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি সেরে টপকে যান তাঁর ‘আইকন’-কে।

সামনে আর একটা ম্যাচ। মেগা ফাইনালে অস্ট্রেলিয়াকে (Australia) হারাতে পারলেই, ১২ বছর পর ফের ভুবনজয়ী হবে টিম ইন্ডিয়া। এমন মহাম্যাচে সবাই ফের ‘বিরাট’ ব্যাটের দিকে তাকিয়ে রয়েছেন। চাইছেন আরও একটি শতরান। এমন প্রেক্ষাপটে রবি শাস্ত্রীর (Ravi Shastri) দাবি, শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙার ক্ষমতাও রয়েছে বিরাটের।

Advertisement

ঠিক কী বললেন বিরাটদের প্রাক্তন হেডস্যর? শাস্ত্রীর দাবি, “শচীন তেণ্ডুলকর যখন ১০০টি সেঞ্চুরি করেছিল, তখন কি কেউ ভাবতে পেরেছিল, যে কেউ এই রেকর্ডের কাছে পৌঁছবে? বিরাট ৮০-তে রয়েছে। ৮০টি আন্তর্জাতিক মঞ্চে সেঞ্চুরির মধ্যে ৫০টি এসেছে ওডিআইতে। যা ওকে সেরা স্তরে নিয়ে গিয়েছে। কোনও কিছুই অসম্ভব নয়। যখন এভাবে কেউ সেঞ্চুরি করে, তখন তারা দ্রুত রান তুলতে পারে। ওর পরের ১০টি ইনিংসে হয়তো আরও ৫টি সেঞ্চুরি করতে পারবে। সেই ক্ষমতা বিরাটের রয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘বিশ্বকাপ জিতেই গ্রামের বাড়িতে ফিরব’, মায়ের কাছে শপথ নিলেন শামি]

এখানেই না থেমে থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডকোচ ফের যোগ করেছেন, “বিরাট এখনও ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলছে। আশাকরি বিরাট আরও তিন-চার বছর খেলা চালিয়ে যাবে। আমি মনে করি ও ক্রিজে থাকার সময় শরীরী ভাষা, ওর শান্ত থাকা প্রভাব ফেলেছে। ২০১৯ সালের বিশ্বকাপে আমি ওকে দেখেছি। সেই রাগী ভাবটা নেই। ও নিজেকে সময় দিচ্ছে। ইনিংসের গভীরতা বুঝছে।”

অবশ্য বিরাটের এই সাফল্যের জন্য তাঁর ফিটনেসকেই বড় করে দেখছেন শাস্ত্রী। তিনি বলেছেন, “বিরাটের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য হল রানিং বিটুইন দ্য উইকেট। ওকে যে বাউন্ডারি আর ছক্কাই মারতে হবে তা নয়। ওর ফিটনেসের কারণে রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো। এটা ওর চাপ কমিয়ে দেয়। এমনকী ও বাউন্ডারি মারতে পারে না, তখনও স্ট্রাইক রোটেট করে। তবে প্রথম ১০-১৫ রানে ও শট নির্বাচনে সতর্ক থাকে।”

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি সেঞ্চুরি বিরাটের। এর মধ্যে ৫০টি শতরান এসেছে ওডিআইতে। ২৯টি সেঞ্চুরি টেস্টে এবং ১টি সেঞ্চুরি এসেছিল আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে। শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করতে বিরাটের দরকার আর ২০টি সেঞ্চুরি। পারবেন ‘কিং কোহলি’? অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: বিশ্বকাপ সমাপ্তি অনুষ্ঠানের আকাশে বায়ুসেনার হ্যাল বিমান! গ্যালারিতে তারকার মেলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ