Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হলেও আইসিসি’র নজরে সেরা অধিনায়ক রোহিতই, দেখুন সেরা একাদশ

কেমন হল প্রথম একাদশ?

ICC ODI World Cup 2023: Rohit Sharma named captain of ICC's Team of Tournament, only two Australians in curated XI। Sangbad Pratidin

মেগা ফাইনালের শেষে দুই অধিনায়কের বডি ল্যাঙ্গুয়েজ।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 20, 2023 2:17 pm
  • Updated:November 20, 2023 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে ডুবেছে তরী। রোহিত শর্মার (Rohit Sharma) বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) হাতে তোলার স্বপ্ন অধরাই রয়ে গেল। ট্রাভিস হেড (Travis Head) ও মার্নাস লাবুশানের (Marnus Labuschagne0 ব্যাটিং দাপটে কাপযুদ্ধের মেগা ফাইনালে ৬ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তবে তাতে কি! আইসিসি-র (ICC) বিচারে তাদের সেরা একাদশের অধিনায়ক হিসাবে রোহিতকেই বেছে নেওয়া হল। এই দলে জায়গাই পেলেন না অস্ট্রেলিয়ার (Australia) বিশ্বকাপজয়ী নেতা প্যাট কামিন্স (Pat Cummins)।

ভারতীয়দের মধ্যে রোহিত ছাড়াও আইসিসি-র বাছাই করা সেরা একাদশে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুল (KL Rahul), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ শামি (Mohammed Shami)। এদিকে দাপটের সঙ্গে খেলে অজিরা ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এই একাদশে মাত্র দুজন জায়গা পেয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং অ্যাডাম জাম্পা (Adam Zampa)।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরা, পর্দার আড়ালেই থেকে গেলেন রাহুল দ্রাবিড়]

এই দলে দক্ষিণ আফ্রিকার মাত্র দুজন ক্রিকেটার রয়েছেন। কুইন্টন ডি কক (Quinton de Kock) ছাড়া জেরাল্ড কোয়েৎজিকেও (Gerald Coetzee) সুযোগ দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যদিও এই প্রোটিয়া পেসার দ্বাদশ ব্যক্তি হিসাবে দলে এসেছেন।

Advertisement

এদিকে আইসিসি-র বাছাই করা দলে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell), শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কাও (Dilshan Madushanka) জায়গা করে নিয়েছেন। তবে পাকিস্তান, আফগানিস্তান, নেদারল্যান্ডস এবং বাংলাদেশের কোনও ক্রিকেটার এই দলে জায়গা করে নিতে পারেননি।

দেখে সেরা একাদশ ও দ্বাদশ ব্যক্তির পারফরম্যান্স:

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা/ উইকেটকিপার): ৫৯.৪০ গড় নিয়ে ৫৯৪ রান
রোহিত শর্মা (ভারত/অধিনায়ক): ৫৪.২৭ গড় নিয়ে ৫৯৭ রান
বিরাট কোহলি (ভারত): ৯৫.৬২ গড় নিয়ে ৭৬৫ রান
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড): ৬৯ গড় নিয়ে ৫৫২ রান
কেএল রাহুল (ভারত): ৭৫.৩৩ গড় নিয়ে ৪৫২ রান
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ৬৬.৬৬ গড় নিয়ে ৪০০ রান এবং ৬ উইকেট
রবীন্দ্র জাদেজা (ভারত): ৪০ গড় নিয়ে ১২০ রান এবং ১৬ উইকেট
জশপ্রীত বুমরাহ (ভারত): ১৮.৬৫ গড় নিয়ে ২০ উইকেট
দিলশান মধুশঙ্কা (শ্রীলঙ্কা): ২৫ গড় নিয়ে ২১ উইকেট
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২২.৩৯ গড় নিয়ে ২৩ উইকেট
মহম্মদ শামি (ভারত): ১০.৭০ গড় নিয়ে ২৪ উইকেট
দ্বাদশ ব্যক্তি – জেরাল্ড কোয়েৎজি (দক্ষিণ আফ্রিকা): ১৯.৮০ গড় নিয়ে ২০ উইকেট

[আরও পড়ুন: নিজেদের জালেই ফাঁসল ভারত! ফাইনালে হারের পরই পিচ নির্বাচন নিয়ে প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ