Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: শামি-বুমরাহদের আগুনে বোলিংয়ে জোড়া হারের বদলা, ইংল্যান্ডকে ছিটকে দিয়ে শেষ চারে টিম ইন্ডিয়া

অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের দাপুটে জয়।

ICC ODI World Cup 2023: Team India beat England by 100 runs, secures semi final spot in mega event। Sangbad Pratidin

মহম্মদ শামি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহের দাপটে উড়ে গেল ইংল্যান্ড।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 29, 2023 9:23 pm
  • Updated:October 29, 2023 9:27 pm

ভারত: ২২৯/৯ (রোহিত ৮৭, সূর্য ৪৯, লোকেশ রাহুল ৩৯, উইলি ৩/৪৫, ওকস ২/৩৩, আদিল ২/৩৫)
ইংল্যান্ড: ১২৯ (লিভিংস্টোন ২৭, শামি ৪/২২, বুমরাহ ৩/৩২, জাদেজা ১/১৬, কুলদীপ ২/২৪)
ভারত ১০০ রানে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ৩০ জুন। ভেন্যু এজবাস্টন। চার বছর আগের ৫০ ওভারের বিশ্বকাপে ৩১ রানে হার।

Advertisement

এর ঠিক তিন বছর পর ২০২২ সালের ১০ নভেম্বর। সেবার ভেন্যু ছিল অ্যাডিলেড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আরও লজ্জাজনক ভাবে ১০ উইকেটে নতজানু হয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়া।  

Advertisement

সেই দুই হারের জ্বালা বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছিল ভারতীয় দল। ২০২৩ সালের ২৯ অক্টোবর। গত দুই আইসিসি ইভেন্টে সেই জোড়া হারের বদলা লখনউয়ের একানা স্টেডিয়ামে সুদে-আসলে তুলে নিল ভারত। একইসঙ্গে ‘ছয়ে ছয়’ করে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনালে চলে গেল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। সৌজন্যে মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে বোলিং। তাঁর বোলিং ফিগার দেখার মতো ৭-২-২২-৪। জশপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) ঝাঁজ। তাঁর বোলিং ফিগারও দেখার মতো। ৬.৫-১-৩২-৩। এবং এর সঙ্গে যোগ হয়েছিল কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিনের ভেল্কি। ফলে ২৩০ চেজ করতে গিয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল জস বাটলারের (Jos Buttler) ইংল্যান্ড (England)।

[আরও পড়ুন:  শূন্যতে ফিরে ‘আইকন’ শচীনের কোন রেকর্ডে ভাগ বসালেন বিরাট?]

Mohammed Shami
আগুনে স্পেল। ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন মহম্মদ শামি। ছবি: দেবাশিস সেন

চেজ করতে নেমে একটা সময় দুই ওপেনার দাউইদ মালান ও জনি বেয়ারস্টো দ্রুত গতিতে রান তুলতে থাকেন। মাত্র ৪.৪ ওভারেই উঠে যায় ৩০ রান। রাতের লখনউতে শিশির প্রভাব বাড়িয়েছে। মনে হচ্ছিল এই প্রথমবার ভারত হারের মুখ দেখতে পারে। কিন্তু ঠিক সেই ওভারের বাকি দুই বলে বিপক্ষকে জোড়া ধাক্কা দেন ‘বুম বুম বুমরাহ’। মালানকে বোল্ড করার পরের বলেই জো রুট লেগ বিফোর আউট হন। এর আগে বিরাট ‘০’-তে ফিরেছিলেন। এবার ‘ফ্যাব ফাইভ’-এর আর মেম্বার রুটের নামের পাশে ‘গোল্ডেন ডাক’ লেখা রইল। 

ব্যস, সেই ইংরেজদের পতনের সূত্রপাত। এবার ‘খেলা শুরু’ করলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। তাঁর আগুনে পেসের আঁচে উড়ে গেল বেন স্টোকস ও বেয়ারস্টোর স্টাম্প। রেহাই পেলেন না মইন আলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন শামি। এদিনও তিনি বিপক্ষের ব্যাটারদের ঘুম কেড়ে নিলেন। এর মধ্যে সাহেবদের গরিমায় আঘাত হানলেন কুলদীপ। অধিনায়ক বাটলারের স্টাম্প যেভাবে কুলদীপ উড়িয়ে দিলেন, সেটা নিঃসন্দেহে ‘বল অফ দ্য ডে’। এরসঙ্গে আর ইংল্যান্ডের ব্যাটিংয়ের কিছুই বাকি ছিল না। বাকি কাজটা সারলেন রবীন্দ্র জাদেজা। 

Team India
বাইশ গজে টিম ইন্ডিয়ার দাপট। ছবি: দেবাশিস সেন

লক্ষ্য ছিল বিশ্বকাপে ‘ছয়ে ছয়’ করে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নেওয়া। ইংল্যান্ডের দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে যেখানে সিংহভাগ ভারতীয় ব্যাটার ব্যর্থ হন, সেখানে শতরান হাতছাড়া করলেও, লড়াকু ইনিংস খেললেন রোহিত। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন লোকেশ রাহুল (KL Rahul)। লোয়ার অর্ডারে লড়াকু ইনিংস খেললেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)।

নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটর বিনিময়ে ভারতীয় দল ২২৯ রান তুলল। রোহিত ১০১ বলে ৮৭ রান করেন। অর্ধশতরানের দোরগোড়ায়, বড় শট মারতে গিয়ে ৪৯ রানে আউট হতে হয় সূর্যকে। রান কম হলেও, লখনউয়ের চ্যালেঞ্জিং পিচে কিন্তু ইংল্যান্ডকে যে ম্যাচ জিততে হলে বেশ লড়াই করতে হবে, সেটা জানা ছিল। আর ঠিক সেটাই হল। প্রথমে দুই পেসারের দাপট এবং পরে স্পিনারদের ভেল্কির কাছে হার মানল গতবারের বিশ্বজয়ীরা।

Rohit Sharma
শতরান হাতছাড়া করলেও, রোহিতের লড়াইয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। ছবি: টুইটার

এদিন নিজেদের মরণ-বাঁচন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জস বাটলার। এই প্রথমবার চলতি বিশ্বকাপে রান তাড়া করার বদলে প্রথমে ব্যাট করে ভারতীয় দলকে বোর্ডে রান খাড়া করতে হত। তবে শুরুটা একেবারেই ভাল করতে পারিনি টিম ইন্ডিয়া। লখনউয়ের একানা স্টেডিয়ামের স্লো পিচে এদিন খালি হাতে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুভমান গিল (Shubman Gill) ফিরলেন ৯ রানে। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আবার শর্ট বলে বিদ্ধ হয়ে ফিরলেন ৪ রানে। ফলে মাত্র ৪০ রানে চলে গিয়েছিল ৩ উইকেট। সেখান থেকে লোকেশ রাহুলকে নিয়ে লড়লেন হিটম্যান। চতুর্থ উইকেটে দুজন যোগ করলেন ৯১ রান। ৬৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। তবে ঠিক যখন মনে হচ্ছিল শুরুর ধাক্কা সামলে ভারতীয় দল বড় রানের দিকে এগোচ্ছে, তখনই ৩৯ রানে রাহুলকে ফেরান উইলি। রোহিত বিপক্ষের লেগ স্পিনার আদিল রশিদের বলে আউট হয়ে শতরান হাতছাড়া করেন।

হার্দিকের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া সূর্যকুমার রোহিত আউট হয়ে গেলেও লড়াই চালিয়ে যান। তবে তাঁকে জাদেজা (৮), শামি (১), কেউই সঙ্গ দিতে পারেননি। বুমরাহ ১৬ রান করে খানিকটা সঙ্গ দেন। ফলে ৯ উইকেটে ২২৯ রান তুলে দেয় ভারত। আর সেই রান চেজ করতে গিয়ে শামি ও বুমরাহের ঝড়ের কাছে উড়ে গেল ইংল্যান্ড। ফলে চলতি কাপ যুদ্ধে ‘ছয়ে ছয়’ করার সঙ্গে গত দুই আইসিসি ইভেন্টে জোড়া হারের বদলা নিয়ে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। এবার সামনে ভারতের সামনে শ্রীলঙ্কা। 

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য করলেও, ‘বিরাটই সর্বকালের সেরা চেজ মাস্টার’, অকপটে জানালেন জো রুট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ