Advertisement
Advertisement

Breaking News

ICC T-20 World Cup

জিম্বাবোয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, বিশ্বকাপ জমিয়ে দিল বাংলাদেশ

শেষ ওভারে নো বল পেয়েও জিততে পারল না জিম্বাবোয়ে।

ICC T-20 World Cup: Bangladesh beats Zimbabwe in a close match | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 30, 2022 12:08 pm
  • Updated:October 30, 2022 8:40 pm

বাংলাদেশ: ১৫০-৭ (শান্ত ৭১, আফিফ ২৯)
জিম্বাবোয়ে: ১৪৭-৮ (সিন উইলিয়ামস ৬৪, রায়ান বার্ল ২৭)
বাংলাদেশ ৩ রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেতেই ফের জয়ের সরণিতে বাংলাদেশ (Bangladesh)। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিরাট ব্যবধানে হারের পর বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হত বাংলাদেশকে। বাংলার টাইগাররা সেটাই করলেন। জিম্বাবোয়েকে ৩ রানে হারিয়ে বিশ্বকাপ (ICC T-20 World Cup) জমিয়ে দিলেন শাকিবরা।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা এদিনও ভাল হয়নি বাংলাদেশের। ১০ রানের মধ্যেই ওপেনার সৌম্য সরকার (Soumya Sarkar) ফেরেন প্যাভিলিয়নে। খাতাও খুলতে পারেননি তিনি। তবে সৌম্য চূড়ান্ত হতাশ করলেও আরেক ওপেনার শান্ত নিজের নামের মতোই শান্ত-শীতল মানসিকতায় ইনিংসের হাল ধরেন। একে একে লিটন দাস (১৪), শাকিব (২৩), আফিফ হোসেনদের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে সম্মানজনক রানে পৌঁছে দেন শান্ত। ৫৫ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শান্তর সেই ইনিংসই বাংলাদেশকে ৭ উইকেটে দেড়শো রানে পৌঁছে দেয়।

Advertisement

[আরও পড়ুন: পারথে আজ দক্ষিণ আফ্রিকার বোলিং বনাম ভারতের ব্যাটিং! জিতলে কার্যত নিশ্চিত সেমিফাইনাল]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী হয় জিম্বাবোয়েরও (Zimbabwe)। তাদের প্রথম তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৩৫ রানে। সেখান থেকে ইনিংসের হাল ধরেন সিন উইলিয়ামস। কার্যত একার হাতে সিকান্দার রাজাদের লড়াইয়ে ফেরান তিনি। শেষদিকে তাঁকে কিছুটা সঙ্গত করেন রায়ান বার্ল। এই দুই ব্যাটারের লড়াইয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ দু’ওভারে জিম্বাবোয়ের দরকার ছিল ২৬ রান। ১৯ নম্বর ওভারে শাকিব দেন ১০ রান। শেষ ওভারে ১৬ রান দরকার ছিল। কিন্তু টানটান লড়াইয়ের শেষ শেষ হাসি হাসে বাংলা টাইগাররাই। শেষ ওভারে স্নায়ুর চাপ ধরে রাখেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ জেতে ৩ রানে। শেষ ওভারে নো বল পেলেও জিম্বাবোয়ে ব্যাটাররা ম্যাচ বের করতে পারেননি। 

[আরও পড়ুন: ‘অবসরের পরই কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম’, বিস্ফোরক স্বীকারোক্তি ওয়াসিম আক্রমের]

শাকিবদের এই জয়ের ফলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে উঠে এল দু’নম্বরে। ৩ ম্যাচে তাঁদের সংগ্রহ ৪ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে তাঁদের সংগ্রহ ৩। জিম্বাবোয়েরও ৩ ম্যাচে সংগ্রহ ৩ পয়েন্ট। যা পরিস্থিতি আজ যদি ভারত দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে তাহলে বাংলাদেশ, জিম্বাবোয়ে সব দলেরই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাড়বে। যদিও নেট রান রেটে এই তিন দলের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সবার পিছনে। বাংলাদেশের এদিনের জয়ে পাকিস্তানের জন্যও সেমিফাইনালের দরজা খোলা রইল।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ