Advertisement
Advertisement
ICC T-20 World Cup

সেমিফাইনালে স্বপ্নের পারফরম্যান্স, কিউয়িদের উড়িয়ে বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে পাকিস্তান

বিশ্বকাপে ফিনিক্সের মতো প্রত্যাবর্তন বাবরদের।

ICC T-20 World Cup: Pakistan beat New Zealand to reach finals
Published by: Subhajit Mandal
  • Posted:November 9, 2022 4:59 pm
  • Updated:November 9, 2022 6:23 pm

নিউজিল্যান্ড: ১৫২-৪ (মিচেল ৫৩, উইলিয়ামসন ৪৬)
পাকিস্তান: ১৫৩-৩ (রিজওয়ান ৫৭, বাবর ৫৩)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (ICC T-20 World Cup) প্রত্যাবর্তনের নতুন রূপকথা লিখছে পাকিস্তান। একটা সময় যাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল, সেই পাকিস্তান এবার পৌঁছে গেল বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে। বুধবার সিডনিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টে অন্যতম সেরা দল নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিল পাকিস্তান। ব্যাটে-বলে বাবর-শাহিনদের সামনে দাঁড়াতেই পারলেন না কেন উইলিয়ামসনরা (Kane Williamson)।

সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি কিউয়িদের। ম্যাচের তৃতীয় বলেই শাহিনের (Shaheen Afridi) শিকার হন ভাল ফর্মে থাকা ওপেনার ফিন অ্যালেন। আরেক ওপেনার কনওয়েও তেমন সুবিধা করতে পারেননি। অধিনায়ক উইলিয়ামসন এরপর ইনিংসের হাল ধরেন। কিন্তু তাঁকে সেভাবে সঙ্গত করার কেউ ছিল না। ম্যাচের অষ্টম ওভার শেষে মাত্র ৪৯ রানেই ৩ উইকেট খোয়াতে হয় নিউজিল্যান্ডকে। এরপর ডারিল মিচেল কেনের সঙ্গে জুটি বাঁধেন। সেই জুটিই নিউজিল্যান্ডের স্কোর একশো পার করে। কিন্তু শেষদিকে রানের গতি সেভাবে বাড়াতে পারেননি কিউয়িরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রানে শেষ হয় তাদের ইনিংস।

Advertisement

[আরও পড়ুন: কাফুরিঙ্গা থেকে কাফু, ন’ বার ব্যর্থতার পর সাফল্য, কলকাতা-সফরে জানা গেল অজানা কাফুকে]

সেমিফাইনাল মানেই চাপের ম্যাচ। আর চাপের মুখে পাক ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ার বহু নজির অতীতে দেখা গিয়েছে। কিন্তু বাবরের (Babar Azam) পাকিস্তান সম্ভবত অন্য ধাতুতে তৈরি। সেমিফাইনালের মতো ম্যাচে রান তাড়া করতে গিয়ে কোনও চাপই সেভাবে অনুভব করল না পাক দল। বাবর এবং রিজওয়ানের ওপেনিং জুটি ঠিক যেভাবে গতবছর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কার্যত একার হাতে ম্যাচ বের করে নিয়েছিল, বুধবারের সেমিফাইনালেও তাঁরা তেমনই খেললেন। ১৫৩ রান তাড়া করতে গিয়ে ওপেনিং জুটিতেই পাকিস্তান পৌঁছে গেল ১০৫ রানে। ব্যক্তিগত ৫৩ রানে বাবর আউট হওয়ার পরও নিউজিল্যান্ড আর সেভাবে চাপ তৈরি করতে পারেনি। ফলে শেষপর্যন্ত ৫ বল বাকি থাকতে ৩ উইকেট খুইয়ে নির্ধারিত  লক্ষ্যে পৌঁছে গেল পাকিস্তান। 

Advertisement

[আরও পড়ুন:রোহিতের পর বিরাট, বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফের চোট ভারতীয় শিবিরে]

পাকিস্তান ফাইনালে উঠে যাওয়ায় ভারত-পাক স্বপ্নের ফাইনাল দেখার যে সম্ভাবনা গোটা ক্রিকেট বিশ্ব দেখছিল, সেই সম্ভাবনা আরও উজ্বল হল। যদিও সেই স্বপ্নের ম্যাচের জন্য বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে ভারতকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ