Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: প্রত্যাবর্তনে পাঁচ উইকেট নিয়ে উজ্জ্বল শামি, পৌনে তিনশোতে থামল নিউজিল্যান্ড

সেঞ্চুরি হাঁকালেন ড্যারেল মিচেল।

ICC World Cup 2023: New Zealand restricted to after Mohammad Shami takes 5 wicket haul | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 22, 2023 6:02 pm
  • Updated:October 22, 2023 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) অপরাজিত দুই দল মুখোমুখি। সেয়ানে সেয়ানে টক্করের সেই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ ভারতের ফিল্ডিং। রোহিত শর্মাদের ক্যাচের মিসের প্রদর্শনী দেখল রবিবারের ধর্মশালা স্টেডিয়াম। তবে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। প্রথমে ব্যাট করে ২৭৩ রানের বড় টার্গেট খাড়া করল নিউজিল্যান্ড (India vs New Zealand)। সেঞ্চুরি হাঁকালেন ড্যারেল মিচেল। জয়ের জন্য বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। আগেই চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর বদলে দলে আনা হয় মহম্মদ শামিকে। এছাড়াও শার্দূল ঠাকুরের পরিবর্তে এদিন খেলতে নামেন সূর্যকুমার যাদব। অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করে পাওয়ার প্লেতে দুই উইকেট তুলে নেন ভারতীয় পেসাররা।  

Advertisement

[আরও পড়ুন: ৪ ম্যাচ দলের বাইরে থেকে দুরন্ত কামব্যাক, বিশ্বকাপে ফিরে প্রথম বলেই উইকেট শামির]

তার পরেই ধর্মশালায় মিচেল-রাচীন শো। ১৫৯ রানের পার্টনারশিপ গড়ে কিউয়িদের হয়ে পালটা লড়াই শুরু করেন। অন্তত তিন বার এই জুটির ক্যাচ ছেড়েছেন ভারতীয় ফিল্ডাররা। স্রেফ ভাগ্যের জোরে বেশ কয়েকটি বাউন্ডারিও হাঁকিয়েছে এই জুটি। তবে শেষ পর্যন্ত এই পার্টনারশিপ ভেঙে ভারতকে ম্যাচে ফেরান চার ম্যাচ বেঞ্চে বসে থাকা শামিই। 

Advertisement

রাচীন রবীন্দ্র আউট হওয়ার পর অবশ্য অন্য মেজাজে ধরা দেয় টিম ইন্ডিয়া। একটা সময় মনে হচ্ছিল তিনশো রানের গণ্ডি পেরিয়ে যাবে নিউজিল্যান্ড। তবে শেষ ১০ ওভারে ভারতের আগ্রাসী বোলিংয়ের সামনে একেবারে দাঁড়াতে পারেননি কিউয়ি ব্যাটাররা। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে প্রত্যাবর্তনে উজ্জ্বল মহম্মদ শামি। শেষ পর্যন্ত ২৭৩ রানে অলআউট গত বিশ্বকাপের ফাইনালিস্টরা। পাঁচ উইকেট গেল শামির ঝুলিতে। দুই উইকেট পেয়েছেন কুলদীপ যাদবও। 

[আরও পড়ুন: ভারতের দুই পিচকে ‘অ্যাভারেজ’ রেটিং আইসিসির, ফুঁসে উঠলেন দ্রাবিড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ