Advertisement
Advertisement
Cricket

‌‘‌যারা বাউন্সার খেলতে পারে না, তাদের কনকাশন সাব নেওয়াই উচিত না’‌, মন্তব্য ক্ষুব্ধ গাভাসকরের

রবীন্দ্র জাদেজার বদলে শেষ দু’‌টি টি–২০’‌তে দলে এলেন শার্দুল ঠাকুর।

'If You’re Not Good Enough to Play Bouncer, You Don’t Deserve Concussion Substitute' - Sunil Gavaskar | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:December 5, 2020 1:11 pm
  • Updated:December 5, 2020 2:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ওয়ানডে সিরিজ হারের পর টি–টোয়েন্টি (T-20) সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু এই জয় থেকেও বেশি আলোচনায় রবীন্দ্র জাদেজার ‘‌কনকাশন সাব’‌ (Concussion Substitute) হিসেবে যুজবেন্দ্র চাহালের মাঠে নামার বিষয়টা। প্রাক্তনদের মধ্যে অনেকেই ‘‌কনকাশন সাব’‌ নিয়মে একাধিক পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র সুনীল গাভাসকরও (Sunil Gavaskar) এই প্রসঙ্গে মুখ খুললেন। তাঁর পরিষ্কার মত, যে ক্রিকেটাররা বাউন্সারই খেলতে পারে না, তাদের ‘‌কনকাশন সাব’‌ নেওয়াই উচিত নয়। অন্যদিকে, আবার ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের অভিযোগ, এই পরিবর্তনের ক্ষেত্রে নিয়ম ভেঙেছেন বিরাটরা।

নিজের কেরিয়ারে একসময় বিধ্বংসী ফাস্ট বোলারদের অবলীলায় সামলেছেন সুনীল গাভাসকর। বাউন্সার দিয়েও তাঁকে কখনও বেকায়দায় ফেলা যায়নি। আর তাই বর্তমানে ক্রিকেটারদের ‘‌কনকাশন সাব’‌ নেওয়ার বিষয়টিই পুরোপুরি অপছন্দ গাভাসকরের। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌‘‌কনকাশন সাবের প্রসঙ্গে জিজ্ঞেস করলে বলব, আমি পুরোপুরি এই নিয়মের বিরুদ্ধে। কারণ আমি হয়ত কিছুটা পুরনো ভাবনাচিন্তাতেই বিশ্বাস করি। তবে আমার মনে হয়, যদি তুমি বাউন্সারই ঠিকমতো খেলতে না পারো, তাহলে তোমার কনকাশন সাব নেওয়াই উচিত নয়।’‌’

Advertisement

তবে জাদেজার পরিবর্তে চাহালের নামার বিষয়ে অবশ্য তিনি টিম ইন্ডিয়ার সমর্থনেই কথা বলেন। তাঁর কথায়, ‘‌‘‌তবে যখন ওই পরিবর্তন নিয়ম মেনেই হয়েছে, তখন আমার জাদেজার পরিবর্তে চাহালের নামা নিয়ে কোনও সমস্যা নেই।’‌’ এমনকী মোজেস হেনরিকেসের কথার জবাবে তিনি বলেন, এই নিয়ে কোনও বিতর্কের অবকাশই নেই। কারণ, ম্যাচ রেফারি নিজেই অস্ট্রেলিয়ার।

Advertisement

[আরও পড়ুন: ‘কনকাশন সাব’ চাহালের কামাল, জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু ভারতের]

সঞ্জয় মঞ্জরেকর আবার ম্যাচ শেষে ভারতের দিকে নিয়ম ভাঙার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, জাদেজার মাথায় যখন বলটি লাগল, তখনই টিম ইন্ডিয়ার ফিজিওর উচিত ছিল সেই চোটের পরীক্ষা করা। নিয়ম অন্তত তাই বলছে। কিন্তু তখন সেই চোটের পরীক্ষা করা হয়নি। জাদেজা পরে বেশ কয়েকটি বলও খেলে। পরে টিম ইন্ডিয়ার তরফ থেকে পরিবর্তনটি নেওয়া হয়। কিন্তু আগেই জাদেজার চোটটি পরীক্ষা করা উচিত ছিল। তাহলে আর কোনও সমস্যা থাকত না।

অন্যদিকে, BCCI- এর পক্ষ থেকে জানানো হয়েছে কনকাশনের কারণেই পরের দু’‌টি ম্যাচে খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার শার্দুল ঠাকুরকে। তিনি বর্তমানে দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই রয়েছেন।

[আরও পড়ুন: ‘প্রথমে ন‌ারীবিদ্বেষী মানেই জানতাম না’, করণ জোহরের শো বিতর্কে মুখ খুললেন হার্দিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ