Advertisement
Advertisement
IND vs AUS ICC ODI World Cup 2023

IND vs AUS: শামির পাঁচ উইকেট নিয়ে আগুনে বোলিংয়ের পরেও ফিল্ডিং নিয়ে উঠে গেল প্রশ্ন, ভারতের টার্গেট ২৭৭ রান

জিততে পারবে টিম ইন্ডিয়া?

IND vs AUS: Bowling of Team India is not upto the mark, Australia put up runs on board 276। Sangbad Pratidin

পাঁচ উইকেট নিয়ে বিশ্বকাপের আগে ফের দাপট দেখালেন মহম্মদ শামি। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 22, 2023 5:32 pm
  • Updated:September 22, 2023 5:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  না। যেমনটা ভাবা গিয়েছিল, তেমন দুরন্ত স্পিন বোলিং কিন্তু দেখা গেল না। এক বছর আট মাস পর ৫০ ওভারের ফরম্যাটে কামব্যাক করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে তেমন প্রভাব ফেলতে পারলেন না অভিজ্ঞ অফ স্পিনার। ১০ ওভারে মাত্র ৪৭ রান দিলেও, ঝুলিতে এল মাত্র ১ উইকেট। নিলেন মার্নাস লাবুশানের উইকেট। মহম্মদ শামি (Mohammed Shami) ছাড়া বাকি কেউ আর তেমন নজর কাড়তে পারলেন না। তিনি নিলেন ৫১ রানে ৫ উইকেট। তবে এরসঙ্গে যোগ হল খারাপ ফিল্ডিং ও ক্যাচ ফেলে দেওয়ার বহর। সেই সুযোগকে কাজে লাগিয়ে ৫০ ওভারে ২৭৬ রানে অল আউট হল অস্ট্রেলিয়া (Australia)। তাই মোহালিতে আয়োজিত একদিনের ম্যাচে ভারতের (Team India) টার্গেট ২৭৭ রান।  

তবে শুধু অশ্বিন নন, অজিদের বিপক্ষের সামনে ভারতের গ্রাউন্ড ফিল্ডিং মোটেও আহামরি নয়। এমনকি প্রশ্নের মুখে পড়বে লোকেশ রাহুলের উইকেটকিপিং। দলে ঈশান কিষান থাকলেও,  ‘স্টপগ্যাপ’ অধিনায়কত্বের পাশাপাশি গ্লাভস হাতে দাঁড়াচ্ছেন তিনি। তবে  পারফরম্যান্স করতে পারলেন কোথায়! সহজ বল গ্লাভসবন্দী করতে তিনি ব্যর্থ। এমনকি মার্নাস লাবুশানে তখন সবে ক্রিজে এসেছেন। অজি ব্যাটারকেও রান আউট করতে পারলেন না রাহুল। তাঁর এমন কিপিং দেখে অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুলের দ্রাবিড়ের চিন্তা বাড়বেই। 

Advertisement
Ravichandran Ashwin
উইকেট নিয়েও হয়তো নিজের পারফরম্যান্সে খুশি নন অশ্বিন। ছবি: টুইটার

তবে শুরুটা এমন হয়নি। প্রথম ওভারের চতুর্থ বলেই দলকে সাফল্য এনে দেন মহম্মদ শামি। তাঁর আউট সুইং বুঝতে না পেরে খোঁচা দেন মিচেল মার্শ। বলে চলে যায় শুভমান গিলের হাতে। এরপর অবশ্য দুই অভিজ্ঞ অজি ব্যাটার বাইশ গজ দাপাতে থাকেন। দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ৯৪ রান তুলে দেন। তবে শ্রেয়স আইয়ার একটু সজাগ থাকলে এই জুটি অনেক আগেই ভেঙে যেত। ওয়ার্নার তখন ২৯ রানে ব্যাট করছেন, ঠিক এমন সময় শার্দুল ঠাকুরের বলে লোপ্পা ক্যাচ ফেলে শ্রেয়স। যদিও ওয়ার্নারকে (৫২) ফিরিয়ে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন রবীন্দ্র জাদেজা। ফলে ৯৮ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর কিছুক্ষণ পর আবার সাফল্য পায় টিম ইন্ডিয়া। স্টিভ স্মিথ ফিরে যান ৪১ রানে। দুরন্ত অফ কাটারে তাঁর স্টাম্প ছিটকে দেন শামি। 

Advertisement
David Warner and Steve Smith
অজিদের খেলায় ফিরিয়ে আনেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ছবি: টুইটার

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও, ভারতীয় দল কিন্তু তেমন সুবিধা করতে পারেনি। কারণ দলের প্রয়োজনে মারকুটে ইনিংস খেলে যান লাবুশানে (৩৯) ও ক্যামেরুন গ্রিন (৩১)। ফলে ১৮৬ রানে বিপক্ষের ৫ উইকেট ফেলে দিলেও, ভারত পুরোপুরি দাপট দেখাতে পারেনি। কারণ লোয়ার অর্ডারে কিপার জস ইংলিশ (৪৫) ও মার্কাস স্টইনিস (২৯) মারকুটে মেজাজে দ্রুত রান তুলে দেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ২৭৬ রানে অল আউট হল অস্ট্রেলিয়া। শামি ৫১ রানে ৫, বুমরাহ ৪৩ রানে ১ উইকেট নিয়েছেন। অশ্বিন ও জাদেজা নিয়েছেন ১টি করে উইকেট। 

বোলিং ও ফিল্ডিং নিয়ে ভারতকে ভাবতেই হবে। তবে অকাতরে রান দিলেও, ম্যাচ জেতা সম্ভব। ব্যাটাররা কি সেই দায়িত্ব পালন করতে পারবেন?  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ